বৃষ্টিতে ভিজে মিরাজ-মুশফিকদের ফুটবল বিলাস
সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। কখনো আকাশ ঝরে পড়ছে বৃষ্টি, আবার কখনো আড়মোড় ভেঙে উঁকি দিচ্ছে এক ফালি রোদ। এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এমন দিনেও অনুশীলন করতে আসেন ফিটনেস ক্যাম্পে থাকা ক্রিকেটাররা।
দিনের শুরুতে রানিংয়ের সঙ্গে জিম সেশন করে গা গরম করেন ক্রিকেটাররা। এরপর মিরপুরের মূল মাঠে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েন ফুটবল খেলতে।
বিজ্ঞাপন
বেলা ১২ টার কিছুক্ষণ আগে শুরু হয় ক্রিকেটারদের দুই গ্রুপে ভাগ হয়ে অনুশীলন ম্যাচ। ঠিক সেই সময় হানা দেয় বৃষ্টির। অবশ্য এমন অবস্থায়ও মধ্যেই চলতে থাকে খেলা।
বিজ্ঞাপন
ক্রিকেটারদের এমন অনুশীলন দেখে মনে হয়েছে যেন প্রফেশনাল কোনো ফুটবল ম্যাচ খেলছেন তারা। রাজ্যের সব সিরিয়াসনেস ভর করেছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে নাজমুল হোসেন শান্ত। সবাই যেন বনে যান পাক্কা ফুটবলার।
মুশফিকুর রহিম-মাহমদুউল্লাহ রিয়াদ তারাও যেন একটা গোলের জন্য সর্বোচ্চ চেষ্টায় করছেন। মিরাজকে দেখা গেছে দুই ভূমিকায়। কখনো গোলকিপার আবার কখনোবা স্ট্রাইকার। সৌম্য সরকারও যথেষ্ট সিরিয়াস ফুটবল ম্যাচে। সব মিলিয়ে প্রায় ২২ থেকে ২৫ জন ক্রিকেটার খেলেছেন ফুটবল।
এসএইচ/এফআই