ক্রিকেট না খেলার কারণ খোলাসা করবেন রুমানা
তিন শব্দের এক স্ট্যাটাস দিয়েই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। শনিবার রাতে কেবল ফেসবুকে পোস্ট দিয়ে ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দেন টাইগ্রেস এই অলরাউন্ডার। এরপর থেকেই প্রশ্ন ছিল কী কারণে ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি।
এখন পর্যন্ত অবসর প্রসঙ্গে কিছুই জানাননি জাতীয় দলের এই ক্রিকেটার। ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও নীরবই ছিলেন তিনি। অবশ্য নতুন এক কথাও শুনিয়েছেন তিনি। কোন এক সময় নিজের সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানাবেন বলে নিশ্চিত করেছেন একসময়ের টাইগ্রেস অধিনায়ক।
বিজ্ঞাপন
তবে, সেটা ঠিক কবে, সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি রুমানার, ‘আসলে এটা নিয়ে আপাতত কথা বলতে চাচ্ছি না। অবশ্যই পরবর্তীতে এমন স্ট্যাটাসের কারণ কি ছিল সেটা আমি জানাবো সিদ্ধান্ত নিয়ে। এখনো সিদ্ধান্ত নেইনি কবে জানাব। আমি এখন খুলনা আছি। ঢাকায় যাবো, পরে যদি কথা বলি গণমাধ্যমকে জানাবো। এই পর্যন্ত যেটুকু দেখছেন সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। ভবিষ্যতে যেটাই হবে জানাব আপনাদের।’
আরও পড়ুন: আচমকা ক্রিকেটকে বিদায় জানালেন রুমানা
বিজ্ঞাপন
২০১১ সাল থেকেই জাতীয় দলে নিয়মিত মুখ রুমানা আহমেদ। ফিটনেস ইস্যু টেনে সম্প্রতি শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েন এই অলরাউন্ডার। এর ব্যাখ্যায় বিসিবি বিশ্রামের কথা বললেও, তা মানতে নারাজ ছিলেন এই অলরাউন্ডার।
পরবর্তীতে ঘরের মাঠে ভারত সফরের দলেও জায়গা হারিয়েছেন তিনি। টানা দুই সিরিজে ডাক না পাওয়ার পরেই ‘নো মোর ক্রিকেট’ লিখে খেলা ছেড়ে দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই অলরাউন্ডার।
চার বছর আগে দেশের হয়ে নারী ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত এনেছিল বাংলাদেশের মেয়েরা। ওই সময় মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে টাইগ্রেসরা প্রথমবারের মতো শিরোপা জেতে। যাতে বেশ ভালো ভূমিকা ছিল রুমানার।
বাংলাদেশের হয়ে সবমিলিয়ে ৫০ ওয়ানডে খেলেছেন রুমানা। যেখানে ৫ হাফ সেঞ্চুরিতে ৯৬৩ রান করেছেন তিনি। বল হাতে তার শিকার ৫০ উইকেট। বাংলাদেশকে ১৮ ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৮৪টি ম্যাচ খেলেছেন রুমানা।
এসএইচ/জেএ