ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের হয়ে খেলতেন দুজন। একজন ছিলেন সময়ের অন্যতম সেরা বোলার, আরেকজন সেরা ব্যাটসম্যান। কিন্তু তাদের মধ্যে যে দারুণ আন্তরিকতা ছিল সেটাই যেন ফুটে উঠল করোনায় আক্রান্ত হয়ে শচীন টেন্ডুলকার হাসপাতালে ভর্তি হওয়ার পর পাকিস্তানের কিংবদন্তিতুল্য ক্রিকেটার ওয়াসিম আকরামের টুইটে। শুক্রবার (২ এপ্রিল) এক টুইটে আকরাম বলেন, ‘শচীন ছক্কা মারবেন করোনাকে।’

গত ২৭ মার্চ করোনা পজিটিভ হন শচীন টেন্ডুলকার। এরপর নিজের বাসাতেই ছিলেন তিনি। তবে চিকিৎসকদের পরামর্শে শুক্রবার হাসপাতালে ভর্তি হন ভারতের এই কিংবদন্তিতুল্য ব্যাটসম্যান। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান শচীন।

এরপর তাকে শুভকামনা জানিয়ে পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা বোলার বলেন, ‘এমনকি যখন তোমার বয়স ১৬ বছর ছিল, তুমি বিশ্বের সেরা বোলারকে এতটা সাহস ও আত্মবিশ্বাস নিয়ে খেলতে...। আমি নিশ্চিত তুমি করোনাকে ছক্কার মতো মারবে! দ্রুত সুস্থ হয়ে ওঠো মাস্টার!’

আজ থেকে ঠিক এক দশক আগে ২০১১ সালের ২ এপ্রিল বিশ্বকাপ শিরোপা জিতেছিল ভারত। এই নিয়ে আকরাম তাকে লিখেছেন, ‘এটা দারুণ হবে যদি তুমি ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি উদযাপন করতে পারো ডাক্তার ও হাসপাতালের স্টাফদের সঙ্গে। আমাকে একটা ছবি পাঠিও!’

এর আগে টুইটারে শচীন লেখেন, ‘আপনাদের ধন্যবাদ শুভেচ্ছা ও প্রার্থনা করে আমার পাশে থাকার জন্য। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়তি সতর্কতার জন্য আমি হাসপাতালে ভর্তি হয়েছি। তবে আমি আশা করি কয়েকদিনের মধ্যেই আবার বাড়িতে ফিরতে পারব। প্রত্যেকে নিজের প্রতি যত্মবান হোন এবং সাবধানে থাকুন।’

পাশাপাশি ভারতের সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি উপলক্ষ্যেও বার্তা দিয়েছেন তিনি। একই টুইটে শচীন লিখেছেন, ‘আমাদের বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তিতে সমস্ত ভারতীয় এবং আমার সতীর্থদের শুভেচ্ছা জানাই।’

এমএইচ/জেএস