টেস্টে ওয়ার্নারের বদলি হচ্ছেন কে!
লম্বা এক ক্যারিয়ারের পর অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ফরম্যাট থেকে বিদায় নিচ্ছেন ডেভিড ওয়ার্নার। নিজ শহর সিডনিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে ২০২৪ সালে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। যদিও ফর্মটা খুব বেশি ভাল যাচ্ছেনা ওয়ার্নারের। মাত্রই শেষ হওয়া অ্যাশেজেও খুব একটা ভাল করতে দেখা যায়নি তাকে। এখন থেকেই তাই ওয়ার্নারের বিকল্প খুঁজছে অস্ট্রেলিয়া।
অভিষেকের পর থেকেই ওয়ার্নার ছিলেন ওপেনিং পজিশনের নিয়মিত মুখ। তার বিদায়ের পর এই জায়গা কে নেবেন, তা নিয়ে এখনই ভাবনায় বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সম্ভাব্য এই তালিকায় উঠে এসেছে তিন জনের নাম। ক্যামেরন ব্যানক্রফট, ম্যাট রেনশ আর মার্কাস হ্যারিস আছেন নির্বাচকদের পছন্দের তালিকায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দল থেকে বাদ পড়ার মুখে ওয়ার্নার
বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচ অ্যাডাম ভোগস। তিনজনের মধ্যে ব্যানক্রফটই নিজেকে প্রমাণের সেরা সুযোগ পাচ্ছেন। অজিদের এ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে সুযোগ পাচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
তরুণ এই তিন অজি ব্যাটারদের প্রত্যেকেই টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন। ক্যামেরুন ব্যানক্রফট শেষ টেস্ট খেলেছেন ২০১৯ এর অ্যাশেজে। ২০২২ এ সবশেষ টেস্ট খেলেছেন হ্যারিস। আর চলতি বছরের জানুয়ারিতে ওয়ার্নারের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ম্যাট রেনশ।
অজিদের হয়ে এখন পর্যন্ত টেস্টে ১৮ ইনিংসে ব্যাট করেছেন ব্যানক্রফট। যেখানে তার গড় ২৬ এর কিছু বেশি। সবমিলিয়ে রান করেছেন ৮৪৪। তবে ঘরোয়া মৌসুমে দারুণ সময় কেটেছে তার। নির্বাচকদের আস্থা পেতে তাই খুব একটা বেগ পেতে হয়নি তাকে। যার ফলাফল হিসেবে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ম্যাচের সুযোগ পাচ্ছেন তিনি।
অভিজ্ঞতার বিচারে অবশ্য অন্য দুজনের চেয়ে ঢের এগিয়ে আছেন রেনশ। ২৪ ম্যাচে ২৯ দশমিক ৩১ গড়ে করেছেন ৬৪৫ রান। আছে সেঞ্চুরির কীর্তিও। মার্কাস হ্যারিস অবশ্য নির্বাচকদের বিশেষ পছন্দ। সাবেক অধিনায়ক টিম পেইনও মত দিয়েছেন মার্কাস হ্যারিসের পক্ষে। উসমান খাজা কিংবা ডেভিড ওয়ার্নারের বিকল্প হিসেবে তাকে আগেই ভেবে রাখা হয়েছিল।
জেএ