ছেলেকে মিরপুর ঘুরে দেখালেন হাথুরু
বাবার সঙ্গে মিরপুরে চাইক হাথুরুসিংহে। ছবি-সংগৃহীত
বৃহস্পতিবার সকাল সকাল মিরপুরে হাজির চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল শ্রীলঙ্কা থেকে ফিরেই আজ মাঠে ছুটে এসেছেন টাইগারদের প্রধান এই কোচ। অবশ্য এদিন একা আসেননি হাথুরু। সঙ্গে নিয়ে এসেছেন নিজের বড় ছেলে চাইক হাথুরুসিংহেকে।
হাতে একটি নোটপ্যাড সঙ্গে নিয়ে বাবার সঙ্গে প্রথমে যান মিরপুরের শেরে-ই বাংলার স্টেডিয়ামের ইনডোরে। ইনডোরের পাশে কিছুক্ষণ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ব্যাটিং দেখেন সাইক।
বিজ্ঞাপন
এরপর হাথুরুর সঙ্গে সাইক ফেরেন শেরে-ই বাংলার মূল মাঠে। মিরপুর মাঠে এসে স্বদেশী কিউরেটর গামিনি ডি সিলভা ও নারী দলের কোচ হাসান তিলকারত্নের সঙ্গেও আড্ডাতে দেখা যায় তাকে। এরপর চাইক যান বাংলাদেশ দলের ড্রেসিংরুমে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, শুধু ঘুরতেই এসেছেন চাইক।
এসএইচ/এফআই
বিজ্ঞাপন