দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন ভারতের তরুণ ব্যাটার পৃথ্বী শ। এর মাঝেই শুভমান গিল ও জশস্বী জয়সওয়ালরা তার পরে আন্তর্জাতিক ক্রিকেটে এসে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ফলে ভারতীয় দলে পৃথ্বীর ডাক পাওয়া আরও কঠিন হয়ে উঠছে। তবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের টেস্ট সিরিজে তাকে না নেওয়ায় সমালোচনা করেছিলেন সাবেক ক্রিকেটাররা। এবার প্রথমবারের মতো ইংল্যান্ডের কাউন্টি লিগে পৃথ্বী খেলতে নেমেছিলেন। মাঠে নেমেই গড়েছেন ঝড়ো ডাবল সেঞ্চুরির রেকর্ড।

গতকাল (বুধবার) কাউন্টি গ্রাউন্ডে সমারসেটের বিপক্ষে নর্থ্যাম্পটনশায়ারের হয়ে খেলতে নেমেছিলেন পৃথ্বী। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে এই ভারতীয় ব্যাটার ২৪৪ রান করেন। ২৮ চার ও ১১টি ছক্কায় ১৫৩ বলের ইনিংসটি সাজান তিনি। তার এমন দুর্দান্ত ইনিংসে ৫০ ওভারে ৪১৫ রানের বিশাল সংগ্রহ পেয়ে যায় নর্থ্যাম্পটন।

এদিন ৪৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন পৃথ্বী। পরে ৮০ বলে ম্যাজিক ফিগারও পূর্ণ করেন। এরপর মাত্র ১২৯ বলেই পৌঁছে যান দ্বিশতকের ঘরে। এমন জ্বলে ওঠার রহস্য হিসেবে পৃথ্বী বলছেন ঘরের মাঠের মতো মনে হওয়ার কথা। দিন শেষে তিনি জানিয়েছেন, ভারতের মতো আবহাওয়া লন্ডনে পাওয়ার কারণেই খেলা সহজ হয়েছে।

আরও পড়ুন >> চোট পাওয়া ভক্তকে ম্যাচ বল উপহার!

লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি পৃথ্বীর দ্বিতীয় দ্বিশতক এবং ক্যারিয়ারসেরা ইনিংসও। ২০২১ সালে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ১৫২ বলে অপরাজিত ২২৭ ছিল আগের সেরা। ইংল্যান্ডের মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে পৃথ্বীর চেয়ে বড় ইনিংস আছে স্রেফ একটি। ২০০২ সালে ওভালে চেলটেনহ্যাম অ্যান্ড গ্লস্টারশায়ার ট্রফিতে সারের হয়ে গ্ল্যামরগনের বিপক্ষে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন আলি ব্রাউন। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডের তালিকায় ষষ্ঠ স্থানে আছে পৃথ্বীর ২৪৪।

এর আগে ভারতীয় দলে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন পৃথ্বী। খেলেছেন সীমিত ওভারের ক্রিকেটেও। কিন্তু খারাপ ফর্মের জেরে ভারতীয় দলে নিজের জায়গা পাঁকা করতে পারেননি। তার অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ শুভমান গিল যেখানে তিন ফরম্যাটেই নিজেকে প্রতিষ্ঠা করেছেন। সেখানে ক্রমশই দূরে সরে গিয়েছেন পৃথ্বী। সে কারণে ঘরের মাঠের বিশ্বকাপেও স্কোয়াডে জায়গা পাওয়ার বিবেচনায় নেই তার নাম।

এএইচএস