জাতীয় চার নেতাকে স্মরণ ক্রিকেট সাপোর্টার্সের
স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি ও মুজিব বর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)এর স্থায়ী ক্যাম্পাস মাঠে বিসিএসএ স্বাধীনতা গোল্ড কাপ নামে (২ এপ্রিল, ২০২১ শুক্রবার) দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বিসিএসএ রেজিস্টার মেম্বাররা।
জাতীয় চার নেতা- ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ মনসুর আলী (১৯১৯-১৯৭৫), তাজউদ্দিন আহমেদ (১৯২৫-১৯৭৫), সৈয়দ নজরুল ইসলাম (১৯২৫-১৯৭৫) ও আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান (১৯২৬-১৯৭৫)- এই চারটি নাম বাংলাদেশের ইতিহাসে উজ্জল নক্ষত্রসম। তাঁদেরকে ছাড়া স্বাধীন বাংলাদেশের ইতিহাস লেখা হয়তো সম্ভব না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ১৯৭১ এ স্বাধীন বাংলাদেশের জন্য অপরিসীম ভূমিকা রেখেছেন এই চার নেতা। তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধাশীল বিসিএসএ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তাঁদের স্মরণে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্ট। মাঠের লড়াইয়ে এই স্বাধীনতা গোল্ড কাপে বিসিএসএ মেম্বাররা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে চার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন বিসিএসএ’র সদস্যরাই। চারটি দল হল- ক্যাপ্টেন (অব) মনসুর আলী একাদশ, তাজউদ্দিন আহমেদ একাদশ, সৈয়দ নজরুল ইসলাম একাদশ, এএইচএম কামরুজ্জামান একাদশ। ক্যাপ্টেন (অব) মনসুর আলী একাদশের মালিকপক্ষে ছিলেন মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ সাজু, তাজউদ্দিন আহমেদ একাদশে আছেন মনিরুজ্জামান মনির, সৈয়দ নজরুল ইসলাম একাদশে নাজীব কায়সার বিন্দু ও শামসাদ শারমিন এবং এএইচএম কামরুজ্জামান একাদশে তামিম মোহাম্মদ ও তাহসিন জামান নাইম।
চার দলের আইকন প্লেয়ার হিসাবে ছিলেন যথাক্রমে সাদ্দাম হোসেন রুবেল, আরিফুর রহমান, নিশাদ জাহিদ ও তরিকুল ইসলাম। গত ১৩ মার্চ, রাজধানীর এক রেস্তোরায় বিসিএসএ স্বাধীনতা গোল্ড কাপের ট্রফি উন্মোচন করা হয়। চার দলের আইকনদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস। সুপার নকআউট ভিত্তিতে চার দল লড়াই এর মাধ্যমে ফাইনাল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ফাইনালে লড়াকু খেলায় তাজউদ্দীন আহমেদ একাদশ ৩ রানে জয় লাভ করে। প্রথমে ব্যাট করতে নেমে তাজউদ্দীন আহমেদ একাদশ ১৪ ওভারে ১৪৮ রান করে ৬ উইকেটে। সর্বোচ্চ রান করেন হাসান আহমেদ টুটুল, ২০ বলে ২ ছয় ও ৫ চারের মাধ্যমে ৪১ রান করেন তিনি। ব্যাট করতে নেমে সৈয়দ নজরুল ইসলাম একাদশ ১৪ ওভারে ১৪৫ রান করতে সক্ষম হয়। শেষ ওভারে ৮ রান দরকার হলে রাজ বাশারের দুর্দান্ত বোলিং দাপটে ৩ রানে জয় তুলে তাজউদ্দীন উদ্দিন আহমেদ একাদশ।
এজেড/এনইউ/এটি