মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন মালিঙ্গা
এ যেন ঘরের ছেলের ঘরে ফিরে আসা। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজের অবিচ্ছেদ্য অংশ হয়েই ছিলেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। মুম্বাইকে শিরোপার স্বাদ এনে দিয়েছেন বেশ কয়েকবারই। এবার সেই মুম্বাই ইন্ডিয়ান্সেই আবার ফিরেছেন নিজের সময়ের অন্যতম সেরা এই পেসার। যদিও এবার তার পরিচয় খেলোয়াড় হিসেবে না। মুম্বাইতে তিনি ফিরছেন বোলিং কোচ হিসেব।
২০২৪ আইপিএলকে সামনে রেখে এখন থেকেই নিজেদের টিম ম্যানেজমেন্ট সাজাতে শুরু করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজগুলো। কদিন আগেই হায়দরাবাদের কোচের পদে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। কোচ বদলেছে ভিরাট কোহলির দল ব্যাঙ্গালুরুও। এবার সেই তালিকায় যোগ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের বোলিং বিভাগে শেন বন্ডকে সরিয়ে লাসিথ মালিঙ্গাকে বেঁছে নিয়েছে তারা।
বিজ্ঞাপন
মুম্বাইয়ের সাপোর্টিং স্টাফ হিসেবে এটা অবশ্য মালিঙ্গার দ্বিতীয় মেয়াদ। ২০১৮ সালে তাদের মেন্টর হিসেবে ছিলেন এই লঙ্কান পেসার। পরের বছর অবশ্য নিজেই নেমেছেন মাঠে। জাসপ্রিত বুমরাহকে নিয়ে মুম্বাইকে জিতিয়েছেন তাদের চতুর্থ শিরোপা।
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 19, 2023
বোলিং কোচ হিসেবে অবশ্য আগেও কাজ করেছেন মালিঙ্গা। ২০২২ আইপিএল আসরে তাকে দেখা গিয়েছিল রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে। এবার তিনি ফিরছেন নিজের চেনা ঘর মুম্বাইতে।
বিজ্ঞাপন
মুম্বাইয়ের হয়ে ৫ বার শিরোপার স্বাদ পেয়েছেন মালিঙ্গা। এরমাঝে চারটি আইপিএল (২০১৩, ২০১৫, ২০১৭ এবং ২০১৯) এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি (২০১১)। সবমিলিয়ে মুম্বাইয়ের জার্সিতে ১৩৯ ম্যাচে ১৯৫ উইকেট শিকার করেছেন এই লঙ্কান পেসার।
আরও পড়ুন: সাকিব-লিটনদের মেন্টর হচ্ছেন গম্ভীর?
এদিকে মালিঙ্গা যোগ দেওয়ার কারণে দীর্ঘ ৮ বছর পর মুম্বাই ছেড়ে চলে যাচ্ছেন সাবেক কিউই পেসার শেন বন্ড। ২০১৫ সালে মাহেলা জয়াবর্ধনে হেড কোচ হয়ে আসার পরেই মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন বন্ড। নতুন দায়িত্ব হিসেবে একই ফ্র্যাঞ্চাইজির আমিরাতভিত্তিক দল এমআই এমিরেটসের হেডকোচ হবেন শেন বন্ড।
জেএ