উইলিয়ামসনের হাতে সময় দুই সপ্তাহ
ক্রিকেট বিশ্বকাপের শুরু হতে আর বাকি একমাসের কিছু বেশি দিন। দল ঘোষণার শেষ সময় ৫ সেপ্টেম্বর। কিন্তু এখন পর্যন্ত নিউজিল্যান্ড অনিশ্চিত তাদের নিয়মিত অধিনায়কের ইস্যুতে। প্রথমে ধারণা করা হচ্ছিল, বৈশ্বিক আসরটাই বুঝি মিস করতে চলেছেন টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটার। তবে আশা দেখিয়েছেন উইলিয়ামসন নিজেই। সময়ের সঙ্গে সঙ্গে সেরে উঠেছেন। ব্যাট প্যাড নিয়ে নেটে প্র্যাকটিসও করতে দেখা গিয়েছে।
ধারণা করা হচ্ছিল, হয়ত বিশ্বকাপে সত্যিই ফিরে আসবেন তিনি। তবে শেষ সময়ে এসে সে অপেক্ষা আরও বেশি বাড়ছে। পরিপূর্ণ সুস্থ হবার জন্য আর দুই সপ্তাহ সময় আছে উইলিয়ামসনের। এরমাঝে নিজেকে ওয়ানডে খেলার জন্য পরিপূর্ণ ফিট করতে না পারলে হয়ত ভারত বিশ্বকাপটা মাঠের বাইরে থেকেই দেখতে হবে তাকে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন কিউই হেডকোচ গ্যারি স্টিড নিজেই, ‘দল ঘোষণা করার জন্য আমাদের হাতে আরও দুই সপ্তাহ সময় আছে। আমরা তাকে (উইলিয়ামসন) সবরকম সুযোগ দিতে চাই, যেন সে পুরো সময়টা সুস্থ হবার জন্য কাজে লাগাতে পারে।’
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে খেলবেন না উইলিয়ামসন!
বিজ্ঞাপন
২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই ব্যাটারের বর্তমান অবস্থাও বেশ ভালো বলেই জানিয়েছেন কোচ স্টিড, ‘সে পুরোপুরি পুনর্বাসনের মধ্যে আছে। ব্যাট হাতে নেটে ফিরে এসেছে, যা বেশ ভাল খবর। তার দারুণ উন্নতি হচ্ছে, তবে তার কাছ থেকে আমাদের যতখানি প্রয়োজন, সেই অবস্থানে আসতে তাকে আরও অনেক কাজ করতে হবে।’
বিশ্বকাপের দল ঘোষণার জন্য বাকি আর এক সপ্তাহ। ৫ সেপ্টেম্বর পর্যন্ত দল ঘোষণা করা যাবে। তবে পরবর্তীতে কোন দল চাইলে আইসিসির অনুমতির সাপেক্ষে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন আনার সুযোগ পাওয়া যাবে। উইলিয়ামসন যদি পুরোপুরি সুস্থ না হন, তবু সম্ভাবনা আছে দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে ভ্রমণের। সেক্ষেত্রে অবশ্য অন্য কারো ইনজুরির জন্য অপেক্ষা করতে হবে কিউইদের।
আরও পড়ুন: বাংলাদেশ সফরে কিউইদের কোচ থাকছেন যারা
উইলিয়ামসনকে শুরু থেকে না পেলেও তাকে তাগাদা দিতে নারাজ কোচ গ্যারি স্টিড। বিশ্বকাপের মাঝপথ থেকে তাকে দলে পেলেও তাতে আপত্তি নেই স্টিডের। তবে এমন তাড়ার মাঝে কিউই ব্যাটারের লম্বা ক্যারিয়ারের কথাটাও মাথায় রাখতে চান তিনি, ‘বর্তমান অবস্থা ঠিক কেমন তা নিয়ে কেইন আর আমার খোলামেলা কথা হয়েছে। আমরা দলের জন্য সেরাটা চাই, এমনকি কেইন উইলিয়ামসন এবং তার লম্বা ক্যারিয়ারের জন্যেও ভাল কিছু প্রত্যাশা করি।’
জেএ