১৮ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করল পাকিস্তান
ছবি: সংগৃহীত
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারের আসরের প্রথম দিন মাঠে নামবে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নেওয়া নেপাল। আসরের উদ্বোধনী ম্যাচ শুরুর ১৮ ঘন্টা বাকি থাকতেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করার ঘটনা নতুন কিছু নয়। তবে বড় ইভেন্টের আগে এমন ঘটনা এবারই প্রথম। এর আগে ম্যাচের দুই দিন আগে একাদশ ঘোষণা করে চমকে দিয়েছিল ইংল্যান্ড। সেটি অবশ্য টেস্ট ম্যাচে। ম্যাচের আগের দিন স্কোয়াড ঘোষণার নজির রয়েছে অস্ট্রেলিয়ারও। এবার একই পথে হাঁটল পাকিস্তান।
বিজ্ঞাপন
হাইব্রিড মডেলের এশিয়া কাপে আইসিসির ওয়ানডে টিম র্যাংকিংয়ে শীর্ষে থেকে মাঠে নামবে পাকিস্তান। নেপালের বিপক্ষে সেরা একাদশ ঘোষণা করেছে পিসিবি। আগামীকাল বিকেল ৩টা ৩০ মিনিটে পাকিস্তানের ঘরের মাঠ মুলতানে মাঠে নামবে বাবর আজমের দল।
নেপালের বিপক্ষে ম্যাচের পাকিস্তান একাদশ-
বিজ্ঞাপন
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
এইচজেএস