শান্তকে উদ্বুদ্ধ করতে মাঠে যা বলেছিলেন মিরাজ
আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে টিকে থাকতে পাহাড়সম রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। লাহোরে প্রথমে ব্যাট করতে নেমে টাইগাররা সংগ্রহ করেছে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান। এই ম্যাচে দুই ক্রিকেটার খেলেছেন নায়কোচিত ইনিংস। মেহেদী হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্ত দুজনেই পেয়েছেন সেঞ্চুরি।
মেক শিফট ওপেনার হিসেবে খেলতে নামা মেহেদী হাসান মিরাজ আগে শতক তুলে নিয়েছেন। মিরাজের সেঞ্চুরির পরেই চারে ব্যাট করতে নামা শান্তও তুলে নিয়েছেন শতক। তবে শতক হাঁকানোর আগে নিজ পায়ে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন তিনি। তবে সে সব সমস্যাকে সমাধান মাঠেই দিয়েছেন মিরাজ।
বিজ্ঞাপন
ইনিংসের মাঝামাঝি সময়ে সঙ্গী নাজমুল হোসেন শান্ত যখন কিছুটা ক্র্যাম্প করলেন, তখন মিরাজই তাকে উদ্বুদ্ধ করেছেন। নিজের সমস্যার কথাটাও বলেছেন অবলীলায়, ‘আমার কষ্ট হচ্ছে, তবু আমি খেলতেছি সময় নিয়ে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: দুই বন্ধুর লাহোর জয়
অবশ্য শেষ পর্যন্ত মিরাজকে মাঠ ছাড়তে হয়েছে রিটায়ার্ট হার্ট হয়েই। তার আগে এই অলরাউন্ডার করেন ১১৯ বলে ১১২ রানের ইনিংস। ৭ চার আর ২ ছয়ে সাজানো ছিল ইনিংস। এছাড়া শান্তর সঙ্গে গড়েছেন ১৯৪ রানের জুটি। বাংলাদেশের হয়ে তৃতীয় উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি।
মিরাজের বিদায়ের পর বেশিক্ষণ থাকা হয়নি শান্তর। ১০৪ রানেই ফিরতে হয়েছে তাকে। রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।
এসএইচ/জেএ