ধারাবাহিক দলীয় পারফরম্যান্স দিয়ে অনায়াসেই এশিয়া কাপের ফাইনালে ওঠে ভারত। তবে নিয়মরক্ষার ম্যাচে তারা বাংলাদেশের কাছে হেরে সেই দৌড়ে কিছুটা হোঁচট খেয়েছে। সুপার ফোরের শেষ কয়েকটি ম্যাচসহ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। যেখানে স্পিনারদেরই বেশ সুবিধা পেতে দেখা যাচ্ছে। সে কারণে ফাইনালের আগে ভারতীয় দলে ডাকা হয়েছে আরেক অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে।

মূলত বাংলাদেশের বিপক্ষে গতকালের (শুক্রবার) ম্যাচে চোট পেয়েছেন স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। সেই চোট বেশি গুরুতর না হলেও তাকে ফাইনালে নামিয়ে ঝুঁকি নিতে চাইছেন না রাহুল দ্রাবিড়। তাই প্যাটেলের বদলি হিসেবেই ওয়াশিংটনকে নেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আজই (শনিবার) দলের সঙ্গে যোগ দেবেন ওয়াশিংটন সুন্দর। এর আগে তিনি ভারতের এশিয়ান গেমসের দলের সঙ্গে বেঙ্গালুরুর প্রস্তুতি শিবিরে ছিলেন। সেখান থেকেই উড়ে যাবেন কলম্বোয়।

আরও পড়ুন >> ম্যাচ শেষে গিলের মুখে সাকিব বন্দনা

আগামীকাল (রবিবার) এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক লঙ্কানদের মোকাবিলা করবে ভারত। রোহিত শর্মাদের ফাইনালের একাদশেও দেখা যেতে পারে সুন্দরকে। এরপর আবার এশিয়ান গেমসের প্রস্তুতি শিবিরে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

ভারতের হয়ে এই তরুণ অলরাউন্ডার সর্বশেষ গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছেন। এই অফস্পিনার ও বাঁ-হাতি ব্যাটারের মতোই একই পজিশনে খেলে আসছিলেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের বিপক্ষে টেল-এন্ডারে নেমে তিনি ৩৪ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তবে ম্যাচটি জিতিয়ে উঠতে পারেননি তিনি। উল্টো ব্যাট করার সময় চোট লাগে তার।

এএইচএস