৩ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল দল মালয়েশিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৩ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলেছে লাল-সবুজের দল।
আজ (বুধবার) জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রাউন্ডে ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খায় বাংলাদেশ। দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন ওপেনার মাহমুদুল হাসান জয়। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই উইকেট হারায় বাংলাদেশ।
বিজ্ঞাপন
মালয়েশিয়ান বোলার পবনদীপ সিংয়ের বল হালকা ব্যাটে খেলেছিলেন পারভেজ ইমন। অপরপ্রান্তে থাকা জয় ভেবেছিলেন এক রান নিতে পারবেন। তবে বোলারের তৎপরতায় অনর্থক উইকেট বিলিয়ে আসতে হয়েছে। কোনো বল মোকাবিলা না করেই সাজঘরে ফিরেছেন জয়।
দ্বিতীয় ওভারে বিজয় উন্নির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন পারভেজ হোসেন ইমন। ৮ বল খেলে কোনো রান করতে পারেননি এই ওপেনার।
বিজ্ঞাপন
ইনিংসের তৃতীয় ওভারে জাকিরের উইকেট তুলে নিলেন পবনদীপ সিং। শর্ট থার্ডম্যানে সহজ ক্যাচ হাতছাড়া করলেন না আনোয়ার হোসেন।
৩ ওভার শেষে ৩ রান তুলতেই ৩ উইকেট নেই বাংলাদেশের। স্বপ্নের শুরু মালয়েশিয়ার।
অবশ্য পরে অধিনায়ক সাইফ হাসান আর আফিফের ব্যাটে শুরুর বিপর্যয় সামাল দেয় টিম টাইগার্স। ১৪ বলে ২৩ রান করে আফিফ সাজঘরে ফিরলেও এখনও টিকে আছেন সাইফ (২৬*)।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬২ রান।
এফআই