এশিয়ান গেমস ক্রিকেট
বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত আসায় ‘ভুয়া ভুয়া’ স্লোগান
চীনের জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট গ্রাউন্ডে গ্যালারির মধ্যেই প্রেসবক্স। তাই দর্শকদের করতালি ও চিৎকার শোনা যায় স্পষ্ট। মালয়েশিয়ার পক্ষে একটি আউটের আবেদন নাকচ হওয়ার সঙ্গে সঙ্গে কানে আসলো, ‘ভুয়া, ভুয়া’ আওয়াজ।
হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ ১৭টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করছে। বেশ কয়েকটি ভেন্যুতে বাংলাদেশ খেললেও গ্যালারিতে দর্শকদের তেমন সমর্থন দেখা যায়নি। হাংজুতে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা একটু কমই। আজ (বুধবার) অবশ্য ক্রিকেট মাঠে বাংলাদেশি প্রবাসী দেখা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গ্যালারির একেবারে শেষ প্রান্তে বাংলাদেশের পতাকা নিয়ে অবস্থান নেন কয়েকজন তরুণ। কয়েক’শ দর্শকের মধ্যে আটজন বাংলাদেশি এসেছেন সাইফ-মৃত্যুঞ্জয়দের উৎসাহ দিতে। যদিও দুর্বল মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বিজ্ঞাপন
হাংজুতে খেলা দেখতে আসা প্রবাসীরা অবশ্য বিশ্লেষণের চেয়ে দেশের খেলা দেখার সুযোগকেই বড় হিসেবে দেখছেন। সোলেমান মোল্লা রিমন বেশ উচ্ছ্বাস নিয়েই বলেন, ‘আমরা ক্রিকেট খুব পছন্দ করি। বাংলাদেশের খেলা দেখতে পেরে খুব খুশি।’
আট জনের মধ্যে দুই জন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও টিকিট না পাওয়ায় নারী দলের খেলা দেখতে পারেননি। আজকের ম্যাচের টিকিট জোগাড় হওয়ায় সবাই খেলা উপভোগ করছেন। আট জনের মধ্যে একজন এসেছেন সাংহাই থেকে। হাংজু থেকেই আসেন বাকিরা। আয়তনে চীনের হাংজু শহরটি অনেক বড়।
এজেড/এএইচএস