বাটলারের দোভাষী বাবর
ভাষা নিয়ে একচোট সমস্যা হয়েই গেল ইংলিশ অধিনায়ক জস বাটলারের। আইপিএলের সুবাদে বেশ অনেকবারই এসেছেন ভারতে। কথা শুনেছেন বহুবার, তবে হিন্দিটা ঠিক বুঝে উঠার পর্যায়ে নেই জস। ক্যাপ্টেনস ডে তে রোহিতের মুখের ভাষাটা বুঝে উঠা হয়নি তাই।
অথচ প্রশ্নকর্তার মুখে ইংল্যান্ড নামটা ছিল। বাটলারের কৌতুহল থাকাটাই স্বাভাবিক। শেষপর্যন্ত বাটলার দ্বারস্থ হলেন বাবর আজমের। ভাষাগত দিক থেকে হিন্দি আর উর্দুকে যমজ ভাইই বলা চলে। পাকিস্তান অধিনায়ক নিরাশ করেননি বাটলারকে। ঠিকই বুঝিয়ে দিলেন কী আলাপে মত্ত রোহিত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রশ্নের বিষয় ২০১৯ বিশ্বকাপের ফাইনাল। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সেই ফাইনাল শেষ হয়েছিল সমতায়। পরে সুপার ওভারও শেষ হয় ‘টাই’য়ে। এরপর তখনকার নিয়মানুযায়ী বেশি বাউন্ডারির সুবাদে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। মূলত রোহিতের কাছে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বকাপের ফাইনালে এভাবে জয়-পরাজয় ঠিক করা উচিত কিনা।
বিজ্ঞাপন
তবে রোহিতকে প্রশ্ন করা হয়েছিল হিন্দিতে। আর স্বাভাবিকভাবেই রোহিতের উত্তরও ছিল হিন্দিতে। এমন প্রশ্নের জবাবে ভারতীয় অধিনায়ক জানালেন, 'এটা আমার কাজ নয় জনাব। বিজয়ী ঘোষণা করা আমার কাজ নয়।’ রোহিতের এমন জবাবের সঙ্গে উপস্থিত বেশির ভাগ মানুষই হেসে দেন। তবে ইংল্যান্ড অধিনায়ক বাটলার বুঝতে পারছিলেন না রোহিত আসলে কী বলেছেন। সেকারণেই বাবরের দ্বারস্থ হওয়া।
পাকিস্তান অধিনায়ক তখন বাটলারকে বুঝিয়ে দেন, ঠিক কী কী কথা হলো। নিজেদের ফাইনাল নিয়ে প্রশ্ন আর রোহিতের উত্তর শুনে হাসি ফুটে ওঠে বাটলারের মুখেও। বোঝা গেল, ব্যাটিংয়ের মত দোভাষীর কাজটাও ভালোই পারেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।
আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ডেরই মুখোমুখি হতে যাচ্ছে বাটলারের ইংল্যান্ড। বাবর আজমের পাকিস্তানের খেলা আগামীকাল ৬ তারিখ। আর ভারতের প্রথম ম্যাচ ৮ তারিখ অস্ট্রেলিয়ার বিপক্ষে।
জেএ