খেলায় ব্যস্ততায়ও নামাজ ভুললেন না আফগান ক্রিকেটাররা
জনপ্রিয় একটা কথা আছে, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো নামাজ আছে। আফগান ক্রিকেটাররা যেন সেটিই অক্ষরে অক্ষরে পালন করলেন। বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন রশিদ-নবীরা। আগামীকালকের ম্যাচের ভেন্যু ধর্মশালায় মাঠেই নামাজ আদায় করতে দেখা যায় দেশটির ক্রিকেটারদের। নিজেদের ফেসবুক পেইজে সুন্দর এই মুহূর্তগুলোর ছবি শেয়ার করেছে আফগান ক্রিকেট বোর্ড।
রাত পোহালেই বিশ্বকাপ অভিযানে নামবে দল। মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ক্রিকেটাররা। তাতে কী! দূর মসজিদ থেকে আজানের সুর কানে বাজতেই বিধাতার দরবারে সিজদারত হয়ে পড়লেন সবাই। এরচেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারতো!
বিজ্ঞাপন
ক্রিকেটারদের নামাজ পড়ার ছবি আফগান বোর্ডের পেইজে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, আগামীকাল বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতির জন্য আজ শুক্রবার নামাজের পর অনুশীলন সেরেছেন আফগান বীরেরা। আফগান বীর, সবার অহংকার।
বিজ্ঞাপন
খেলাধুলার মধ্যেও ধর্মীয় সংস্কৃতি বজায় রাখা নিয়ে সমর্থকদের কাছে বেশ প্রশংসিত পাকিস্তানের ক্রিকেটাররা। আরেক মুসলিম দেশ আফগানিস্তানের খেলোয়াড়দের বেশিরভাগই ধর্ম পালনে সচেতন।
এদিকে, আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। দেশটির বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএলের নিয়মিত মুখ হওয়ায় ভারতের মাটিতে বিশ্বকাপে ভয়ংকর হতে পারে তারা। আফগানদের ভাবা হচ্ছে সারপ্রাইজ প্যাকেজ। দলটিরও লক্ষ্য ভালো খেলে শেষ চার নিশ্চিত করা।
এফআই