প্রথম ইনিংসে পাকিস্তানের ৫ ওভার শেষেই বৃষ্টি নামে। সে কারণে বাংলাদেশ-পাকিস্তানের এশিয়ান গেমসের ব্রোঞ্জের ম্যাচে শুরু হয় দেরিতে। এরপর ম্যাচের মাঝপথে দ্বিতীয় দফায় বাগড়া দেয় বৃষ্টি। এক ঘণ্টা পর আবারও সেই ম্যাচ শুরু হচ্ছে।

আগের ১৩ ওভার থেকে ম্যাচের পরিধি কমে দাঁড়ায় মাত্র ৫ ওভারে। পাকিস্তান ইতোমধ্যে ৫ ওভার ব্যাটিং করে ফেলেছে। তাই বাংলাদেশ এখন সরাসরি ব্যাটিং করবে। পাকিস্তান ৫ ওভারে ৪৮ রান করেছিল ১ উইকেট হারিয়ে। ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৫ ওভারে ৬৫ রান।

পাঁচ ওভারের খেলায় ২ ওভার পাওয়ার প্লে। একজন বোলার সর্বোচ্চ ২ ওভার করতে পারবেন। ৫ ওভারের খেলা হওয়ায় বাংলাদেশ ব্যাটিং অর্ডারে পরিবর্তন করেছে। আফিফ ও জাকের আলী ওপেনিং নামেন। এরপর প্রথম ওভারেই ফিরেছেন ওপেনার জাকের ও অধিনায়ক সাইফ হাসান।

এজেড/এএইচএস