ভারতের মাটিতে এবারের বিশ্বকাপে রানবন্যা হবে এমন কথা আগেই বলা হয়েছিল। প্রস্তুতি ম্যাচ থেকেই মিলেছিল আভাস। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটিংটাও ছিল ঝড়ের লক্ষণ। তবে আজ দক্ষিণ আফ্রিকা যা করলো, তাকে এককথায় তাণ্ডবই বলা চায়। লঙ্কানদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫৮ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় প্রোটিয়া ব্যাটাররা। যা বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। 

রান তাড়ায় নেমে লড়াইটা চালিয়ে গেছে শ্রীলঙ্কাও। শেষ পর্যন্ত তারা থেমেছে ৩২৬ রানে। এত রান করেও হারের ব্যবধান ১০২ রান! বিশ্বকাপের রেকর্ডবুক ওলটপালট করা এই ম্যাচে দুই দলের রানের যোগফলেও হয়েছে বিশ্বরেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭৫৪ রান উঠেছে আজ। 

ব্যাটারদের পোয়াবারো দিনে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা বগলদাবা করেছেন প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম। মাত্র ৪৯ বলে পৌঁছে গিয়েছেন সেঞ্চুরির মাইলফলকে। মার্করাম ছাড়াও দক্ষিণ আফ্রিকার ইনিংসে সেঞ্চুরি এসেছে আরও দুটি। কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডোসেনও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন। 

দিল্লিতে ব্যাটারদের রাজত্বের দিনে ম্যাচসেরা নির্বাচন করা কিছুটা কষ্টসাধ্য বটে। তবে দিনশেষে লঙ্কানদের ওপর তাণ্ডব চালানো মার্করামই ম্যাচসেরা হয়েছেন। ম্যাচ শেষে জানালেন নিজের সুখানুভূতির কথাও। 

এফআই/এসকেডি