বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়ার লড়াইয়ে যারা এগিয়ে
ঘরের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে (২০১১) চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর থেকে বৈশ্বিক আসরে বড় কোনো সাফল্য নেই দেশটির। বিশ্বকাপের ত্রয়োদশ আসরে তারা সেই খরা ঘুচাতে চায়। চলমান আসরে ভারত-অস্ট্রেলিয়া দু’দলই টপ ফেভারিট। কিছুদিন আগেই তারা ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছে। যেখানে ২-১ ব্যবধানে সিরিজ জিতে স্বাগতিকরা। তবে ফরম্যাটটিতে সব মিলিয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া, এমনকি বিশ্বকাপ পরিসংখ্যানও তাদের পক্ষেই কথা বলছে।
এখন পর্যন্ত বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া একে অপরের সঙ্গে ১২ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে মাত্র ৪টিতে জিতেছে ভারত। বাকি ৮টি ম্যাচে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া। যদিও ২০১১ বিশ্বকাপের পর পরিস্থিতির অনেকটাই বদলে গেছে। বর্তমানে ভারত অজিদের চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা রাখে। ভারতের মাটিতে বিশ্বকাপ হচ্ছে, ফলে বাড়তি সুবিধা পাবেন রোহিত শর্মারা। অজিদের বিপক্ষে তারা সেই সুবিধা কাজে লাগাতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।
বিজ্ঞাপন
সবমিলিয়ে ওয়ানডে ফরম্যাটে ভারত-অস্ট্রেলিয়া ১৪৯ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে সর্বোচ্চ ৮৩টিতে অস্ট্রেলিয়া এবং ভারত জিতেছে ৫৬ ম্যাচে। এছাড়া ১০টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ গত মাসে রাজকোটে অজিরা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৬৬ রানে জয় পেয়েছিল। তবে তারা সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সর্বশেষ ২০১৯ বিশ্বকাপ আসরে লন্ডনের ওভালে গ্রুপপর্বের ম্যাচে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে ভারত। জবাবে ৩১৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৩৬ রানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ১১৭ রান করে সেদিন ম্যাচসেরা হন তিনি শিখর ধাওয়ান।
২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে বসে বিশ্বকাপ আসর। টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হয় এই দুই দল। সিডনিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৭ উইকেটে তোলে ৩২৮ রান। ভারত মাত্র ২৩৩ রানেই অলআউট হয়ে যায়। ৯৫ রানে ম্যাচ জিতে নেয় অজিরা। ১০৫ রান করা স্টিভ স্মিথ সেদিন ম্যাচসেরা নির্বাচিত হন।
এছাড়া ভারতের চ্যাম্পিয়ন হওয়ার আসর ২০১১ বিশ্বকাপে আহমেদাবাদের মোতেরায় (বর্তমানে নরেন্দ্র মোদী স্টেডিয়াম) বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে অজিরা ৬ উইকেটে ২৬০ রান তোলে। সেই লক্ষ্য ভারত ৫ উইকেটেই পেরিয়ে যায়। ৫ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। অপরাজিত ৫৭ রান করে ম্যাচসেরা হন যুবরাজ সিং।
এএইচএস