আরও এক রেকর্ডে কোহলি
চাপের মুখে ভালো খেলবেন, অবিশ্বাস্য ইনিংস দিয়ে দলকে খাদের কিনারা থেকে টেনে আনবেন, এটাই যেন বিরাট কোহলির কাজ। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত বিরাট নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তার এই অস্বাভাবিক ঠাণ্ডা মেজাজের ব্যাটিংয়ের কারণেই। অফফর্মে থাকাকালেও তিনি ছিলেন ভারতের ব্যাটিং ভরসার অন্যতম বড় কাণ্ডারি।
ঘরের মাঠের ২০২৩ বিশ্বকাপেও দেখা গেল কোহলির সেই চিরচেনা ব্যাটিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই রানে তিন উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছিল, তখনই কোহলি খেললেন নায়কোচিত এক ইনিংস। যে ইনিংসের সুবাদে ভারত পেয়েছে ৬ উইকেটের জয়। আর তিনি ঢুকে গিয়েছে বিরল এক রেকর্ডে।
বিজ্ঞাপন
ভারতের জয়ে অবদান রাখা ৮৫ রানের এই ইনিংসের মধ্য দিয়ে রানতাড়ায় সবচেয়ে বেশি রান করার কীর্তি নিজের করে নিয়েছেন কোহলি। এখন পর্যন্ত ভারতের হয়ে রানতাড়ায় নেমে ৯২ ইনিংসে জয় পেয়েছেন কোহলি। এই ৯২ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৫ হাজার ৫১৭ রান। ৮৮ দশমিক ৯৮ এর অবিশ্বাস্য গড়ে এই রান করেছেন কোহলি।
এই কীর্তিতে তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে। ১২৪টি সফল রানতাড়ায় দ্য লিটল মাস্টার করেছিলেন ৫ হাজার ৪৯০ রান। তার ৫৫ এর উপরের গড়টাও যেন ম্লান হয়ে যায় বিরাটের কাছে।
বিজ্ঞাপন
অবশ্য ক্যারিয়ারের পুরোটা জুড়েই দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভাল খেলেছেন বিরাট কোহলি। আগে ব্যাট করে ১২২ ইনিংসে কোহলি করেছেন ৫ হাজার ৬৪৩ রান। গড় ছিল ৫০ এর বেশি। আর ২য় ইনিংসে এখন পর্যন্ত ১৪৭ ম্যাচে ৬৪ এর বেশি গড়ে করেছেন ৭ হাজার ৪৪০ রান।
জেএ/এসকেডি