নতুন বলে ম্যাট হেনরি-ট্রেন্ট বোল্টদের তোপ সামলেও রেহায় পায়নি নেদারল্যান্ডস। মাঝের ওভারগুলোতে কিউই স্পিনারদের ঘূর্ণি ধাঁধার সমাধান খুঁজে পায়নি ডাচরা। বিশেষ করে মিচেল স্যান্টনার বেশ ভুগিয়েছেন। এই বাঁহাতি স্পিনারের জালেই আটকা পড়েছেন ৫ ব্যাটার। তাতে পথ হারিয়েছে দল। মিডল অর্ডারে কলিন অ্যাকারম্যান খানিকটা লড়াই করলেও শেষ পর্যন্ত তা বৃথা গেছে।

আজ (সোমবার) বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। যেখানে সর্বোচ্চ ৭০ রান এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৩ রানে থেমেছে নেদারল্যান্ডস। ৯৯ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল কিইউইরা।

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা তুলনামূলক ভালোই করেছিল নিউজিল্যান্ড। নতুন বলে বোল্ড-হেনরিদের সামলে ৩৬ বল স্থায়ী হয়েছিল ডাচদের উদ্বোধনী জুটি। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। তিনশোর্ধ্ব রান তাড়ায় বড় জুটি প্রোয়োজন ছিল। সেখানেই ব্যর্থ হয়েছে তারা। 

মিডল ওভারগুলোতে স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছেন। তারপরও ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন কলিন অ্যাকারম্যান। এই অভিজ্ঞ ব্যাটার থেমেছেন ৭৩ বলে ৬৯ রান করে। তার ফেরারা পর খানিকটা সম্ভাবনা জাগিয়েছিলেন স্কট এডওয়ার্ডস। তবে অধিনায়ক ২৭ বলে ৩০ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত ২২৩ রানে থেমেছে ডাচরা।

এর আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ৩ ওভার পর্যন্ত স্কোরবোর্ডে কোনো রান তুলতে পারেননি নিউজিল্যান্ডের দুই তারকা ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়াং। প্রথমদিকে ডাচ বোলারদের সমীহ করলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হন কিউই দুই ওপেনার।

প্রথম পাওয়ারপ্লে শেষে বিনা উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৬৩ রান। অবশ্য কাঙ্ক্ষিত ব্রেকথ্রু’র জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নেদারল্যান্ডসকে। দলীয় ৬৭ রানে প্রথম উইকেট হারায় গেলবারের রানার্স-আপরা। ৪০ বলে ৩২ রান করে ফেরেন আগের ম্যাচে ১২১ বলে ১৫২ রান করা ডেভন কনওয়ে।

এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র’র সঙ্গে ৮৪ বলে ৭৭ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার উইল ইয়াং। দলীয় ১৪৪ রানের মাথায় ভ্যান ম্যাকেরনের বলে ডি লিডের হাতে ধরা পড়ার আগে ৮০ বলে ৭টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৭০ রান করেন ইয়াং।

এরপর তৃতীয় উইকেটে ড্যারেল মিচেলকে সঙ্গে নিয়ে দারুণ খেলছিলেন আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের অনবদ্য ইনিংস খেলা রাচিন রবীন্দ্র। এদিন তিনি ৫১ বলে তিন চার আর এক ছক্কায় ৫১ রান করে সাজঘরে ফেরেন।

প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি উইলিয়ামসনের অবর্তমানে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা টম লাথাম। আজ ব্যাটিংয়ে নেমে ৪৬ বলে ৫৩ রানের কার্যকর ইনিংস খেললেন কিউই কাপ্তান। শেষ দিকে মিচেল স্যান্টনারের ১৭ বলে ৩৬ রানের ক্যামিওতে তিনশ’ ছাড়ায় দলীয় সংগ্রহ। 

এইচজেএস