ছবি: সংগৃহীত

আজ (সোমবার) বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। যেখানে সর্বোচ্চ ৭০ রান এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৩ রানে থেমেছে নেদারল্যান্ডস। ৯৯ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল কিইউইরা।

নেদারল্যান্ডসের বিপক্ষে একপেশে এই ম্যাচে নিউজিল্যান্ড জন্ম দিয়েছে দারুণ কিছু মুহূর্তের। একনজরে থাকছে খেলার মোড় ঘুরিয়ে দেওয়া সেসব মুহূর্ত।

বিশ্বকাপ অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আজও ফিফটি পূর্ণ করে মাঠ ছাড়েন কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র।

রাচিন রবীন্দ্র ও উইল ইয়াংয়ের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৩২২ রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড।

মিডল ওভারগুলোতে কিউই স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছেন। তারপরও ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন কলিন অ্যাকারম্যান। এই অভিজ্ঞ ব্যাটার থেমেছেন ৭৩ বলে ৬৯ রান করে। 

এইচজেএস