ঘরের মাঠে চলমান বিশ্বকাপে রীতিমতো উড়ছে ভারত। অস্ট্রেলিয়াকে মাত্র ২০০ রানে বেঁধে ফেলার পর তারা জিতেছিল বড় ব্যবধানে। এরপর দ্বিতীয় ম্যাচে আজ রোহিত শর্মার রেকর্ডময় ইনিংসে পাত্তাই পায়নি আফগানিস্তান। তাদের দেওয়া ২৭৩ রানের লক্ষ্য ভারত ১৫ ওভার এবং ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে। এমন জয়ের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রোহিত। তাই ম্যাচসেরার পুরস্কারটাও তার হাতেই উঠেছে।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইতে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন রোহিত। চেন্নাইয়ের সেই ম্যাচের ঝাল ঝাড়তে তিনি আজ যেন দিল্লিতে আফগানিস্তানকেই বেছে নিলেন। ঝোড়ো ব্যাটিংয়ে ভারতীয় অধিনায়ক করেছেন একের পর এক রেকর্ড। শচীন টেন্ডুলকার, ক্রিস গেইলের মতো তারকা ব্যাটারদেরও ছাড়িয়ে গেছেন রোহিত। শচীনকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ সেঞ্চুরি এবং গেইলকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সর্বোচ্চ ছয়ের (৫৫৫) মালিক।

এদিন মাঠে নামার আগে ১৮ ইনিংসে রোহিতের রান ছিল ৯৭৮ রান। ম্যাচের তৃতীয় ওভার থেকেই তিনি ঝোড়ো ব্যাটিং শুরু করেন। তৃতীয় ওভারের তৃতীয় বলে ফারুকিকে স্কয়ার লেগ দিয়ে ফ্লিক করে চার মারেন রোহিত। পরের ওভারে ভারতীয় অধিনায়ক বাউন্ডারি মেরেছেন মুজিব-উর-রহমানকে। এরপর পঞ্চম ওভারের দ্বিতীয় বলে লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করেন রোহিত। বিশ্বকাপে হাজার রান করতে ভারতীয় অধিনায়কের লেগেছে ১৯ ইনিংস। তাতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড। চেন্নাইতে ভারতের বিপক্ষেই ১৯ ইনিংসে ১০০০ রান করার রেকর্ড গড়েন ওয়ার্নার।

এরপর তিনি হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। যেভাবে রোহিত রুদ্রমূর্তি ধারণ করেছিলেন, তাতে এইডেন মার্করামও হয়তো তার রেকর্ড টিকে থাকা নিয়ে শঙ্কায় ছিলেন। এবারের বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন মার্করাম। তবে রোহিত সেঞ্চুরি পেতে খেলেছেন ৬৩ বল। এর মাধ্যমে এতদিন শচীনের সঙ্গে ভাগাভাগি করা সমান ৬টি সেঞ্চুরির রেকর্ড তিনি ছাড়িয়ে যান।

রোহিতের পর বিরাট কোহলির ৫৫, ইষান কিষাণের ৪৭ এবং শ্রেয়াস আইয়ারের ২৫ রানে ভর করে আফগানদের ২৭৩ রানের লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায় ভারত।

এএইচএস