দেখতে দেখতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হয়ে গেল বিশ্বকাপের নবম ম্যাচ। একপেশে ম্যাচটিতে ভারতের কাছে কোনো পাত্তাই পায়নি আফগানিস্তান। এই ম্যাচে আফগানদের পাওয়া বলতে কেবল হাশমতউল্লাহ শহিদীর ৮০ এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের ৬২ রান। এর বাইরে বাকিটা আলো ছিল রোহিত শর্মার দিকে। ১৩১ রানের ইনিংসে তিনি কয়েকটি রেকর্ড গড়েছেন।

দ্রুত ৩ উইকেট পতনের পর হাশমতউল্লাহ শহিদী আর ওমরজাইয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় আফগানরা। এ জুটির পার্টনারশিপ দাঁড়ায় ১২১ রানের। পরবর্তীতে আফগানিস্তান ২৭২ রানের লড়াকু সংগ্রহ পায়। যদিও ভারতের কাছে সেই রান নিয়ে একটুও লড়াই করতে পারেনি শহিদীর দল।

জসপ্রীত বুমরাহ’র বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে আফগানিস্তান ৮ উইকেটে ২৭২ রান সংগ্রহ করেছে। বুমরাহ মাত্র ৩৯ রানেই নেন ৪ উইকেট।

রোহিত শর্মার রেকর্ডরাঙা সেঞ্চুরি। একই ইনিংসে তিনি তিনটি বড় রেকর্ড গড়েছেন। যা সহজ করে তোলে ভারতের টানা দ্বিতীয় জয়। রোহিতের দল ৮ উইকেট ও ৯০ বল হাতে রেখে দাপুটে জয় তুলে নিয়েছে।