ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান
বাবর-রিজওয়ানের জুটিতে বড় সংগ্রহের পথেই ছিল পাকিস্তান। কিন্তু বাবর ফেরার পরই ছন্দ পতন ঘটে। মাত্র ১৬ রান যোগ করতেই শেষের ৫ উইকেট হারিয়েছে বাবরের দল। মিডল অর্ডার ব্যাটারদের এমন ব্যর্থতায় ধুঁকছে দল।
৩৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান। ২ রান নিয়ে উইকেটে আছেন হাসান। অপর অপরাজিত ব্যাটার নাওয়াজের সংগ্রহ ৩ রান।
বিজ্ঞাপন
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। প্রথম ৮ ওভারে কোনো উইকেট পড়তে দেননি তারা। ৮ম ওভারের শেষ বলে আব্দুল্লাহ শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। ক্রিজ ছাড়ার আগে ২৪ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শফিক।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ইমাম উল হকও। এই ওপেনার গত দুই ম্যাচে রান পাননি। আজ শুরুটা দারুণ করেছিলেন। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না। হার্দিকের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন।
বিজ্ঞাপন
তিন বল পর ফিরেছেন ইফতিখার আহমেদও। এই অভিজ্ঞ ব্যাটার লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে ইনসাইড এডজে বোল্ড হয়েছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪ রান।
পরের ওভারেই ফিরেছেন মোহাম্মদ রিজওয়ানও। ৪৯ রান করে জাসপ্রিত বুমরাহরা বলে বোল্ড হয়েছেন তিনি। এক ওভার পর আক্রমণে ফিরে শাদাব খানকেও বোল্ড করেছেন এই ডানহাতি পেসার। একই সঙ্গে ভারতীয় ব্যাটিং লাইনআপের মেরুদন্ডও ভেঙে দেন বুমরাহ।
এইচজেএস