ইনিংসের প্রথম ওভারেই আক্রমণে আসেন মুজিব উর রহমান। নতুন বলে অধিনায়ক কেন তার ওপর আস্থা রাখলেন, সেটার প্রামণও দিয়েছেন এই রহস্যময় স্পিনার। শুরুর ওভারে মাত্র ৩ রান নিয়ে ইংলিশ ওপেনারদের আটকে রাখেন। রানের গতি বাড়াতে গিয়ে পরের ওভারে উইকেট দিয়েছেন জনি বেয়ারস্টো। শেষ পর্যন্ত ইনিংসে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন মুজিব।

চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন জো রুট। গত দুই ম্যাচেই ফিফটির দেখা পেয়েছেন। তবে আজ উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তিনে নেমে ফিরেছেন দ্রুতই। সপ্তম ওভারে মুজিবের গুগলিতে বোল্ড হয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ১১ রান।

রুটকে ফিরিয়ে আজ উইকেটের খাতা খুলেন মুজিব। এরপর ৩৩তম ওভারে এসে আবারও উইকেটের দেখা পান তিনি। ক্রিস ওকসেও সরাসরি বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন এই রহস্যময় স্পিনার।

এক ওভার পর আক্রমণে ফিরে আবারও ইংলিশ শিবিরে আঘাত হানেন মুজিব। এক প্রান্তে ব্যাটারদে আসা-যাওয়ার মিছিলেও অপর প্রান্তে ইংল্যান্ডের আশার আলো হয়ে জ্বলছিলেন হ্যারি ব্রুক। তবে ৩৫তম ওভারে এই ব্যাটারকে থামিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ থেকে ছিটকে দেন মুজিব।

৬৬ রান করে ব্রুক ফেরার পর আর বেশিক্ষণ টিকেনি ইংল্যান্ডের ইনিংস। আদিল রশিদ-মার্ক উডরা কেবল ব্যবধান কমিয়েছেন। শেষ পর্যন্ত আফগানিস্তান জয় পেয়েছে ৬৯ রানের বড় ব্যবধানে। 

এইচজেএস