ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে দীর্ঘ দেড় দশক ধরে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ভারতীয় ব্যাটার যুবরাজ সিংয়ের। তার ৬ বলে ৬ ছক্কা মারার রেকর্ডের দিনে ১২ বলেই ফিফটি করেছিলেন। যা ফরম্যাটটির ইতিহাসে তখন ছিল সবচেয়ে দ্রুততম। এবার তার দেশেরই আশুতোষ শর্মা সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। তারচেয়ে এক বল কম খেলে (১১) ফিফটি করেছেন তিনি।

অবশ্য টি-টোয়েন্টিতে এটাই সবচেয়ে দ্রুততম নয়। গত মাসে মাত্র ৯ বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন নেপালের দিপেন্দ্র সিং আয়রি। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে তিনি ওই তাণ্ডব চালিয়েছিলেন। সেই হিসেবে ফরম্যাটটিতে দ্রুততম ফিফটির রেকর্ডে এখন দুইয়ে উঠেছেন আশুতোষ।

আজ (মঙ্গলবার) ভারতের রাঁচিতে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রেলওয়ের হয়ে খেলেছেন আশুতোষ। অরুণাচল প্রদেশের বিপক্ষে তিনি ১২ বলে ৫৩ রানের খুনে ইনিংস খেলেন। যেখানে ৮টি ছক্কার সঙ্গে চার মাত্র একটি। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের স্ট্রাইকরেট ৪৪১.৬৬! তার এমন ইনিংসে শেষ পাঁচ ওভারে রেলওয়ে ১১৫ রান তোলে। ফলে নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৪৬ রান।

এর আগে আশুতোষ যখন ক্রিজে আসেন, দলের রান তখন ৪ উইকেটে ১৩১। এরপর শাণ দেওয়া ব্যাটে কভার ও লং-অফের ওপর দিয়ে চারটি, দুটি লং-অন দিয়ে এবং দুটি স্কয়ার লেগ দিয়ে ছয় হাঁকান। অথচ প্রায় চার বছর পর স্বীকৃত ক্রিকেটে ব্যাট হাতে নেমেছিলেন আশুতোষ। চলতি আসরে গতকাল রেলওয়ে প্রথম ম্যাচ খেললেও ওইদিন তার ব্যাটিংয়ের প্রয়োজন হয়নি।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে অর্ধশতক করেছিলেন যুবরাজ। যে রেকর্ড অক্ষুণ্ন ছিল গত মাস পর্যন্ত। এরপর তাকে টপকে গেলেন আরও একজন।

এএইচএস