ছবিতে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ
বিশ্বকাপের চতুর্থ ম্যাচে এসে একপ্রকার আত্মসমর্পণই করেছে আফগানিস্তান। আগের ম্যাচেই ইংল্যান্ডকে দাপটের সঙ্গে হারিয়ে দেওয়া দলটিকে যেন খুঁজেই পাওয়া যায়নি আজকের এই ম্যাচে। বুধবার চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে আফগানরা হেরেছে ১৪৯ রানে।
আগে ব্যাট করতে নেমে গ্লেন ফিলিপস এবং অধিনায়ক টম ল্যাথামের ব্যাটে ভর করে ২৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে আফগানিস্তান। ধুঁকতে থাকা আফগানরা থেমেছে ১৩৯ রানে।
বিজ্ঞাপন
এক ঝলকে দেখে নেওয়া যাক এই ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্তগুলো
বিজ্ঞাপন
১ রানের ব্যবধানেই নেই তিন উইকেট। উড়ন্ত সূচনার পর নিউজিল্যান্ডের লাগাম টেনে ধরেছে আফগান বোলাররা।
টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসের ১৪৪ রানের জুটিতে বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড।
গুরবাজের আউট যেন পুরো ইনিংসেরই প্রতিচ্ছবি। নিউজিল্যান্ডের বোলিংয়ের সামনে ধুঁকছে আফগানরা।
জেএ