বাংলাদেশ দলে নির্ভরতার বড় প্রতীক মেহেদি হাসান মিরাজ। দলের প্রয়োজনে ওপেনিং এবং লোয়ার মিডল অর্ডার সব পজিশনেই তাকে খেলতে দেখা গিয়েছে। জাতীয় দলে বোলিং অলরাউন্ডার হিসেবে অভিষেক হলেও দিনে দিনে বাংলাদেশের ব্যাটিং কাঠামোর বড় স্তম্ভ হয়ে উঠেছেন মিরাজ। তিনি নিজেও জানেন তার উপর এই নির্ভরশীলতার কথা। 

ভারতের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে আরও একবার মিরাজের উপর নির্ভর করতেই হচ্ছে টাইগার শিবিরকে। এর আগে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে এই অলরাউন্ডার ছিলেন দুর্দান্ত ছন্দে। সেঞ্চুরির দেখাও পেয়েছেন। হয়েছিলেন সিরিজসেরা। স্বাভাবিকভাবেই তাই এই ম্যাচে আলাদা নজর থাকবে মিরাজের প্রতি। 

মিরাজ নিজেও হয়ত জানেন প্রত্যাশার কথা। আইসিসি প্রকাশিত ভিডিওতে তার কণ্ঠে ছিল ভাল খেলার তাগিদ, 'ভারত বর্তমানে খুবই ভালো দল। বিশ্বকাপ তাদের দেশেই হচ্ছে। তাই ভারতের খেলা সবাই দেখছে। ভারতের সঙ্গে যদি ভালো খেলি, তাহলে সেটা অবশ্যই আমার এবং দলের জন্য দারুণ।’ 

মিরাজকে বিভিন্ন পজিশনেই ব্যাট করতে হয়েছে। তবে এই নিয়ে আক্ষেপ নেই তার। বরং দলের প্রয়োজনটাই আগে রাখছেন এই অলরাউন্ডা, ‘আমি সবসময় দলের কথা চিন্তা করি। অবশ্যই দল জানতে চায়, আমি কোন পজিশনে আরও ভালো করব। কখনো ওপেনিংয়ে ব্যাটিং করতে হয়। কখনো মিডল অর্ডারে ব্যাটিং করতে হয়। কোচ সবসময় বলেন সব পজিশনে ব্যাটিং করার জন্য তৈরি থাকতে। যে পজিশনে সুযোগ মিলবে সেখানেই ব্যাটিং করতে। আমিও তাকে বলি, আমি যেকোনো পজিশনে খেলতে পারব, সমস্যা নেই।'

ভারতের বিপক্ষে মিরপুরের মাঠে সেঞ্চুরি ছিল মিরাজের। পুনেতে ম্যাচের আগে উঠে এলো সেঞ্চুরির প্রসঙ্গটাও, ‘যখন আপনি সেঞ্চুরি করতে চাইবেন তখন অবশ্যই আপনার স্কিল দরকার। আপনার ওরকম টেম্পারও থাকতে হবে। আমি তখন ইতিবাচক থাকারই চেষ্টা করি। তখন আমি নিজেকে বোঝাই, আমি পারব, আমি আরও ভালো পারব।’ 

এসএইচ/জেএ