পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের স্মরণীয় মুহূর্ত
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে টানা দ্বিতীয় জয় পেল অস্ট্রেলিয়া। ৩৬৭ রানের বড় সংগ্রহের পর তারা পাকিস্তানকে ৬২ রানে হারিয়েছে। ওপেনিং জুটিতে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ মিলে করেন ২৫৯ রান। এদিন দু’বার জীবন পাওয়া ওয়ার্নার ১২৪ বলে ৯ ছক্কা ও ১৪ চারে খেলেন ১৬৩ রানের ঝড়ো ইনিংস। ১০ চার ও ৯ ছক্কায় মার্শ ১০৮ বলে ১২১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইমাম-উল-হকের ৭০ এবং আব্দুল্লাহ শফিকের ৬৪ রানে ভর করে পাকিস্তান থামে ৩০৫ রানে।
বিজ্ঞাপন
পাকিস্তানের বিপক্ষে ঝোড়ো শুরু করে অস্ট্রেলিয়া। তাদের ওপেনিং জুটিতে পাওয়া ২৫৯ রান বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ডেভিড ওয়ার্নার দেড়শ ও মিচেল মার্শ পেয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরি।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার রেকর্ডরাঙা শুরুর পর এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা চালান শাহিন শাহ আফ্রিদি। ১০ ওভারে ৫২ রানে তিনি ৫ উইকেট নেন। বিশ্বকাপে এটি তার দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার। এর আগে তার শ্বশুর ও স্বদেশি কিংবদন্তি শহীদ আফ্রিদিও বিশ্বকাপে দুবার পাঁচ উইকেট পেয়েছিলেন।
মোহাম্মদ রিজওয়ানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পরই জাম্পার এমন উদযাপন। এই পাকিস্তানি ব্যাটার অস্ট্রেলিয়ার রানপাহাড় টপকানোর বড় তরী হতে পারতেন। তার বিদায়ে ম্যাচের পাল্লা অনেকটাই ঝুঁকে গেল অস্ট্রেলিয়ার দিকে! শেষ পর্যন্ত জাম্পা ৫৩ রানে নেন ৪ উইকেট। ব্যাটিংয়ে ভয়ঙ্কর হয়ে ওঠার মতো সম্ভাব্য ব্যাটারদের ফিরিয়েছেন তিনিই!