বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। আজ (২২ অক্টোবর) ডাম্বুলায় বাংলাদেশের দেওয়া ২২৪ রানের লক্ষ্য মাত্র ৩১.২ ওভারে তাড়া করে লঙ্কানরা। যেখানে ৩ নম্বরে নেমে ৫৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেন পভন রাথনায়েক।

তবে ম্যাচের মাঝপথেই এই ডানহাতি ব্যাটার পেয়েছেন দুঃসংবাদ। তার বাবার মৃত্যুর খবর আসে। তবে সবকিছু আমলে নিয়েই ম্যাচ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ২১ বছর বয়সী এই তরুণ।

খেলা চালিয়ে গেলেন, ব্যাট হাতে হলেন বিধ্বংসী। তার ১১ চার ২ ছক্কায় সাজানো ৮৫ রানের ইনিংসটি বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। রাথনায়েক যখন আউট হন তখন ২০.২ ওভারে স্কোরবোর্ডে ৩ উইকেটে ১৬২।

আজকের ম্যাচ জয়ী ইনিংসে খেলেই বাসায় ফিরছেন রাথনায়েক। বাবাকে শেষবারের মতো দেখবেন ডাম্বুলার এই ক্রিকেটার। এরপরই অবশ্য যোগ দিবেন দলের সাথে, খেলবেন ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম চারদিনের ম্যাচেও।

ক্রিকেট মাঠে প্রিয়জনের মৃত্যু সংবাদ শোনার পরেও খেলা চালিয়ে যাওয়া নতুন কিছু নয়। যার অন্যতম উদাহরণ সময়ের অন্যতম তারকা ব্যাটার বিরাট কোহলি। রঞ্জি ট্রফি খেলার সময়ই তার বাবা মারা যায়। তবে বাবার মৃত্যু শোককে পেছনে ফেলে ঠিকই পরদিন ব্যাট হাতে দিল্লির ম্যাচ বাঁচিয়েছেন।

২০২০ সালে অস্ট্রেলিয়া সফর দিয়ে প্রথমবার টেস্ট দলে সুযোগ পান আরেক ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ওই সফরের মাঝপথেই খবর পান তার বাবা, যিনি সিরাজের ক্রিকেটার হওয়ার পেছনে অন্যতম কারিগর, মারা যান। তবে সতীর্থদের উৎসাহে, বাবার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবেই সিরাজ রয়ে যান অস্ট্রেলিয়ায়। বাবার স্বপ্ন পূরণে দেশে না ফিরে সাদা পোশাকে ভারতের হয়ে দারুণ পারফরম্যান্সে আলো কাড়েন।

এইচজেএস