বিশ্বকাপে নিজেদের টানা চতুর্থ ম্যাচে হার দেখল বাংলাদেশ। বিপরীতে পাঁচ ম্যাচে চতুর্থ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের ১৭৪ এবং হেইনরিখ ক্লাসেনের ঝোড়ো ৯০ রানে ভর করে আগে ব্যাট করে তারা ৩৮২ রানের বড় পুঁজি পেয়ে যায়। বাংলাদেশের হয়ে একমাত্র উল্লেখযোগ্য ১১১ রান পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যা কেবল বাংলাদেশের হারের ব্যবধান (১৪৯ রান) কমিয়েছে।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিত এমন ম্যাচে স্মরণীয় দৃশ্যগুলোর মধ্যে অন্যতম ছিল তীব্র গরমে ক্রিকেটার হাঁসফাঁস করার মতো পরিস্থিতি। দেখে নেওয়া আরও কিছু বিশেষ মুহূর্ত।

প্রোটিয়াদের বিপক্ষে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। মাত্র ৩৬ রানেই প্রোটিয়াদের দ্বিতীয় উইকেট পতনের পর মুশফিক-মিরাজের বুনো উল্লাস। তাদের সেই উল্লাস অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি।

শেষের শুরুতে উড়ছেন ডি কক। প্রথম দুই ম্যাচের পর গতকাল বাংলাদেশের বিপক্ষেও সেঞ্চুরি পেলেন। চলতি বিশ্বকাপে তার ব্যাটে এসেছে সর্বোচ্চ ব্যক্তিগত ১৭৪ রান। যাতে ভর করে বাংলাদেশের বিপক্ষে বড় রানপাহাড় গড়ে ফেলে প্রোটিয়া বাহিনী।

৬৭ বলে চলতি বিশ্বকাপের প্রথম ফিফটি পূর্ণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরবর্তীতে ১০৪ বলে সেটিকে তিনি সেঞ্চুরিতে রূপ দেন। গতকাল বাংলাদেশের ব্যাটিংয়ে এটাই একমাত্র উল্লেখযোগ্য ঘটনা। যা কেবল শোচনীয় পরাজয়ের মুখোমুখি হওয়া টাইগারদের হারের ব্যবধান কমিয়েছে!