ছবি-সংগৃহীত

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম পড়ে আছে অনাদরে, অবহেলায়। এবার সেই মাঠকে খেলার উপযোগী করে গড়ে তুলতে মাঠে নামতে যাচ্ছে বিসিবি। ইতোমধ্যে বিসিবির অর্থায়নে স্টেডিয়ামটি সংস্করণের কাজ শুরু করেছে বোর্ড। গতকাল (২৪ অক্টোবর) বিসিবির ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান আকরাম খান ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু মাঠ সংস্কারের কাজ উদ্বোধন করেন।

এ সময় আকরাম বলেন, ‘আমাদের মাঠটা অনেক উঁচু করতে হবে। আমরা যতটুকু সম্ভব মাঠটি উঁচু করে খেলার উপযোগী করে তুলবো। এটা এই সিজনে না হলেও পরবর্তী সিজনে আমরা করতে পারবো।’

বুয়েটের একটি দলের সহায়তায় মাঠ সংস্কারের কাজ শুরু করেছে বিসিবি, ‘বুয়েটের একটি টিমের সঙ্গে আমরা বিগত ছয় মাস আলোচনা করছি। ওদের আইডিয়া নিয়েই আমরা কাজ করবো। আপাতত আমরা মাঠটিকে খেলার উপযোগী করতে চাই। আমাদের কাজ শুরু হয়েছে। বছরখানেক পর আমরা এখানে আন্তর্জাতিক খেলার ভেন্যু হিসেবে তৈরি করে ফেলবো’-আরও যোগ করেন আকরাম।

টিটু বলছিলেন, ‘আমাদের জেলায় জেলায় খেলার মাঠ দরকার। এই মাঠটি খেলার অবস্থায় ছিল না। ক্রিকেট বোর্ডের নিজের অর্থায়নে এটা ছয় ফুট ও চার ফুট উঁচু করা হবে। যেন এখানে পানি না জমে। এখানে আপাতত ফার্স্ট, সেকেন্ড ও প্রিমিয়ার ডিভিশন খেলা হবে। আমাদের খেলাধুলা যেন সারা বছর হয় সেজন্য এটা করা হচ্ছে।’

এসএইচ/এফআই