বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান এসেছে স্টোকসের ব্যাট থেকে। শ্রীলঙ্কার হয়ে ৩৫ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার লাহিরু কুমারা। জবাবে খেলতে নেমে ২৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেছেন পাথুম নিশাঙ্কা।

এক ঝলকে দেখে নেওয়া যাক এই ম্যাচের উল্লেখযোগ্য মুহূর্তগুলো -

বিশ্বকাপ দলেই ছিলেন না অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাঝপথে দলে ফিরে খেলতে নেমেই উইকেট পেলেন। ইংল্যান্ডকে লঙ্কান বোলাররা আটকে দিল ১৫৬ রানে।

 

বোলিংয়ের পর ব্যাট হাতেও ইংল্যান্ডের ওপর ছড়ি ঘোরাচ্ছে শ্রীলঙ্কা। ইংলিশদের ১৫৭ রানতাড়ায় দ্রুত দুই উইকেট হারানোর পরও জোড়া ফিফটিতে সেই চাপ সামলেছেন নিশাঙ্কা ও সামারাবিক্রমা। যার ওপর ভর করে চলতি বিশ্বকাপের দ্বিতীয় জয় পেয়েছে লঙ্কানরা।

 

বিশ্বকাপে টানা হারের হ্যাটট্রিক করলো ইংল্যান্ড। শ্রীলঙ্কার কাছে আজ হারের পর হতাশায় মুহ্যমান আদিল রশিদের ছবিতেই ফুটে উঠেছে সেই করুণ প্রতিচ্ছবি! এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ইংলিশদের জয় কেবল একটি।

 

এইচজেএস