অদম্য ভারত নাকি ‘আহত’ ইংল্যান্ড, পরিসংখ্যান কার দখলে?
ঘরের মাঠে অনুষ্ঠিত আগের বিশ্বকাপে শিরোপা উৎসব করেছিল ইংল্যান্ড। চলমান টুর্নামেন্টে তারা রীতিমতো বিধ্বস্ত। বিপরীতে এবারের আয়োজক ভারতের অবস্থান একেবারে ধরাছোঁয়ার বাইরে। এখন পর্যন্ত ৫টি ম্যাচে তাদের কেউ হারাতে পারেনি। সেই তালিকায় ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো দল। বিশ্বকাপের ২৯তম ম্যাচে আজ (রোববার) অদম্য ভারত ‘আহত’ ইংল্যান্ডের মুখোমুখি হবে।
লখনৌর ইকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। বিশ্বকাপ শুরুর আগে দু’দলই ফেভারিটের তালিকায় থাকলেও, উভয়ের অবস্থান এখন মুদ্রার সম্পূর্ণ বিপরীত মেরুতে। ভারত কার্যত সেমিফাইনালে পায়ের একাংশ দিয়ে রেখেছে, অন্যদিকে জস বাটলারের দল বিদায়ের ক্ষণ গুনছে। বিশ্বকাপে এসে মুখ থুবড়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ‘বাজবল’ তত্ত্ব।
বিজ্ঞাপন
অবশ্য আগে থেকেই দু’দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে রয়েছে ভারত। ইংলিশদের সঙ্গে এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৬ বার দেখা হয়েছে তাদের। যেখানে রোহিত শর্মাদের ৫৭টি জয়ের বিপরীতে ইংল্যান্ড ৪৪ ম্যাচ জিতেছে। এছাড়া তিন ম্যাচে কোনো ফল আসেনি এবং বাকি দুটি পরিত্যক্ত হয়েছে। তবে বিশ্বকাপের পরিসংখ্যানে কিছুটা এগিয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে উভয়ের ৮ বারের দেখায় ইংল্যান্ড ৪টি এবং ভারত ৩টিতে জিতেছে, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আগে থেকে ভারত-ইংল্যান্ডের আজকের ম্যাচ ঘিরে অনেক উত্তেজনা ছিল। কিন্তু দুই হেভিওয়েটের লড়াই এখন অনেকটাই ম্যাড়ম্যাড়ে রূপ নিয়েছে। হয়তো জয়ের আশা দেখছে না স্বয়ং ইংল্যান্ডও। শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর কোচ ম্যাথু মট পরিষ্কার করেই বলে দেন, সেমির আশা বাদ দিয়ে তাদের এখন সম্মানের জন্য খেলা উচিত। সেই মান বাঁচানোর মিশনে আজ তাদের প্রতিপক্ষ ভারত, যারা কিনা দুরন্ত ছন্দে রয়েছে।
এখন পর্যন্ত বিশ্বকাপের ৫ ম্যাচের সবকটিতেই জিতেছে ভারত। স্বাগতিকরা কতটা ফর্মে আছে সেটি এক হার্দিক পান্ডিয়ার দিকে তাকালেও বোঝা যায়। তার মতো একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোটে পড়ার পরও দলে কোনো প্রভাব পড়েনি। ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ ক্রিকেটার রোহিত ও বিরাট কোহলিরা। লোকেশ রাহুল, শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের মতো তারকা ক্রিকেটাররা পেছনে তাদের যোগ্য উত্তরসূরীর ভূমিকা রাখছেন। এছাড়া পেস-স্পিনে দারুণ ভারসাম্য দেখাচ্ছেন জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদবরা।
বিপরীতে ইংলিশদের হয়ে ব্যাট হাতে দারুণ ব্যর্থ জস বাটলার, লিয়াম লিভিংস্টোনরা। এছাড়া ডেভিড মালান, জো রুট ও জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটাররাও বিশ্বকাপে ধারাবাহিকতার অভাব ফুটিয়ে তুলেছেন। বোলিংয়ে তুলনামূলক ফর্মে আছেন লেগ স্পিনার আদিল রশিদ। এছাড়া পেসার রিচ টপলি দারুণ ছন্দে থাকলেও তিনি ছিটকে গেছেন চোটে পড়ে।
এএইচএস