বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বল ডিপ মিড উইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠালেন নুরুল হাসান সোহান। ৯৬ থেকে তিনি পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত তিন অঙ্কে। তার শতকে বড় পুঁজি গড়ার পর আল আমিন হোসেনের দারুণ বোলিংয়ে ইনিংস ব্যবধানে জিতল খুলনা বিভাগ।

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে রাজশাহী বিভাগকে তিন দিনেই ইনিংস ও ১০৯ রানে হারিয়েছে খুলনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দ্বিতীয় স্তরের এই ম্যাচে ৭ উইকেটে ৪২৫ রান নিয়ে শনিবার তৃতীয় দিন শুরু করে খুলনা অল আউট হয় ৪৭২ রানে।

আগের দিন ৯৩ রানে অপরাজিত সোহান ১৮৪ বলে ১২ চার ও ২ ছক্কায় করেন ১২৫ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে তার দশম শতক এটি। তাতে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন সোহান। রাজশাহীর দুই স্পিনার সানজামুল ইসলাম ও তাইজুল নেন ৪টি করে উইকেট।

জবাবে দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানেই গুটিয়ে যায় রাজশাহী। প্রথম ইনিংসে তারা করেছিল ১৮৫। এবার রাজশাহীকে গুঁড়িয়ে দিতে ৪৮ রানে ৫ উইকেট নেন আল আমিন। জাতীয় দলের বাইরে থাকা ৩০ বছর বয়সী পেসার প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তমবার পেলেন এই স্বাদ।

চার ম্যাচে খুলনার এটি তৃতীয় জয়। ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের শীর্ষে আছে তারা। তাদের সমান ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া রাজশাহী ৮ পয়েন্ট নিয়ে তলানিতে আছে।

এইচজেএস