অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ‘অলরাউন্ডার’ জাম্পা
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের লড়াই মানে বাড়তি উত্তেজনা। তবে শোচনীয় হারের বৃত্তে থাকা ইংলিশদের জন্য এবারের পরিস্থিতি ভিন্ন। তবুও হয়তো অস্ট্রেলিয়া বলেই ম্যাচটি কিছুটা ‘ক্লোজড’ (অল্প ব্যবধানে) ছিল। অজিদের দেওয়া ২৮৭ রানের জবাবে জস বাটলারদের ইনিংস থেমেছে ২৫৩-তে। মিতব্যয়ী বোলিংয়ে ইংলিশদের চেপে ধরেছেন দারুণ ছন্দে থাকা স্পিনার অ্যাডাম জাম্পা। ৩ উইকেট নেওয়ার আগে তিনি ব্যাটিংয়ে কার্যকরী একটি ইনিংসও খেলেন।
টানা চার হারে সেমির লড়াই থেকে আগেই ছিটকে গেছে ইংল্যান্ড। এখন তাদের লড়াইটা কেবল পয়েন্ট টেবিলের তলানি থেকে উপরে ওঠার। তাই আজকের ম্যাচটা তাদের জন্য মান রক্ষারই ছিল। কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে ইংলিশরা। তাদের বিপর্যয় আরও বাড়ানোর দিনে ম্যাচের নায়ক ‘অলরাউন্ডার’ বনে যাওয়া অজি লেগস্পিনার জাম্পা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আহমেদাবাদে শনিবার ৩৩ রানে জিতেছে বিশ্বকাপের সফলতম দল অস্ট্রেলিয়া। যা সেমির দৌড়ে তিন নম্বরে তাদের অবস্থান আরেক শক্ত করে দিলো। আগের ম্যাচগুলোর ন্যায় এদিনও অনবদ্য অবদান জাম্পার। তার ঘূর্ণিতেই মূলত ইংলিশরা জিততে জিততেও হেরে গেল। এদিন আগে ব্যাট করা অজিদের হয়ে ১৯ বলে চারটি চারে জাম্পা খেলেন ২৯ রানের ছোট্ট অথচ কার্যকর ইনিংস।
বিজ্ঞাপন
বিশ্বকাপের চলতি আসরে ১৯ উইকেট নিয়ে এখনও শীর্ষেই আছেন জাম্পা। একইসঙ্গে এ নিয়ে ওয়ানডেতে তৃতীয়বার ম্যাচসেরার পুরস্কার জিতলেন, যা বিশ্বকাপে ৩১ বছর বয়সী তারকা জন্য দ্বিতীয়বার।
এএইচএস