রানআউট করা ও ঠেকানোর মিশনে ব্যস্ত জো রুট-স্টিভ স্মিথ

চলতি বিশ্বকাপের ৩৫ ও ৩৬তম ম্যাচ হয়ে গেল গতকাল (শনিবার)। যেখানে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ফখর জামানের ঝোড়ো সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৩৩ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে। অজিরা আগে থেকেই পয়েন্ট টেবিলের তিনে ছিল, এবার আরও মজবুত হলো তাদের সেই অবস্থান। ‍ইংলিশরা আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করলেও মানরক্ষার ম্যাচটিও জিততে পারলো না।

প্রথম ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। যেখানে বাড়তি হাওয়া দিয়েছে বৃষ্টি। দুই দফায় খেলা থামিয়ে দেওয়ার পর পাকিস্তানের জয়েও আবহাওয়া দারুণ ভূমিকা রেখেছে। দুর্ভাগ্যকে সঙ্গী করা কিউইরা হেরে গেছে ৪০১ রান করেও। একদিনে অনুষ্ঠিত দুই ম্যাচে কিছু বিশেষ মুহূর্ত দেখে নেওয়া যাক-

কেইন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র’র ১৮০ রানের জুটিতে নিউজিল্যান্ডের ৪০১ রান সংগ্রহ করে। এটি চলতি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ চারশ-ঊর্ধ্ব রান। দুর্ভাগ্য হলেও সত্যি, শেষ পর্যন্ত ডিএল মেথডে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ করার পর পাকিস্তান ২১ রানে জয় পায়।

ফখর ও বাবরের ১৯৪ রানের দ্বিতীয় উইকেট জুটিতে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল পাকিস্তান। আট ম্যাচে তাদের চারটিতে। সেমিতে খেলতে পরের ম্যাচ বড় ব্যবধানে জয় ছাড়াও মেলাতে হবে রানরেটের হিসাব।

জনি বেয়ারস্টো ও জো রুট দ্রুত ফিরলেও স্টোকসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মালান। তুলে নেন ব্যক্তিগত ফিফটি। তবে ইংলিশদের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ৬৪ রান আসে স্টোকসের ব্যাটে। তবুও মর্যাদার ম্যাচে তারা অজিদের বিপক্ষে হার ঠেকাতে পারেননি।