কোহলির সেঞ্চুরিতে বড় সংগ্রহ ভারতের
অনেকেই বিশ্বাস করেন, শচীন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন করে ইতিহাস লিখবেন বিরাট কোহলি। সেই পথেই হাঁটছেন কোহলি, কিন্তু গন্তব্যটা এখনো অনেক দূর! তবে আরেকটা জায়গায় আজ শচীনকে ছুঁয়ে ফেলেছেন কোহলি। ওয়ানডেতে রেকর্ড ৪৯ সেঞ্চুরির মালিক এখন যৌথভাবে বিরাট-শচীন। কোহলির এই ইতিহাস গড়া সেঞ্চুরিতে ভর করে প্রোটিয়াদের বিপক্ষে তিনশো ছাড়ানো সংগ্রহ পেয়েছে ভারত।
রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান তোলেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০১ রান করেছেন বিরাট কোহলি। তাছড়া ৭৭ রান এসেছে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে।
বিজ্ঞাপন
আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন রোহিত শর্মা-শুভমান গিল। বিশেষ করে রোহিত শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ২৩ রান করে গিল বিদায় নিলে ভাঙে ৬২ রানের উদ্বোধনী জুটি। এরপর রোহিতও বেশিক্ষণ টিকতে পারেননি। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৪০ রান।
তিনে নেমে ধীরগতির শুরু করেছিলেন কোহলি। তবে সময়ের সঙ্গে সঙ্গে রানের গতি বাড়িয়েছেন। শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১৩৪ রানের জুটি গড়েন কোহলি। এই জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় ভারত।
বিজ্ঞাপন
আইয়ার ৭৭ করে সাজঘরে ফিরলেও সেঞ্চুরি তোলে নিয়েছেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির দিনটা তার জন্য আরো একটা কারণে বিশেষ। আজ তার জন্মদিন ছিল। বার্থডে বয়ের সেঞ্চুরির সঙ্গে শেষদিকে রবীন্দ্র জাদেজার ক্যামিও, সবমিলিয়ে বড় সংগ্রহ গড়েছে স্বাগতিকরা।
এইচজেএস