ম্যাক্সওয়েল কেন, আমরাও করতে পারি: সুজন
গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসটা ভুলে যেতে বেশ অনেকটা দিন সময় নেবে ক্রিকেট দুনিয়া, একথা বেশ জোর দিয়েই বলা চলে। অনেকেরই মতেই এটি ছিল সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস। ২১ চার আর ১০ ছয়ে সাজানো সেই ইনিংসটি কেবল রানের বিচারেই না, বরং যে পরিস্থিতিতে খেলেছেন, তাতেই আরও বেশি অসাধারণ হয়ে উঠেছিল। রান নেওয়ার মত অবস্থায় ছিলেন না, তাই বাউন্ডারির উপর নির্ভর করেই বেশিরভাগ সময় খেলে গিয়েছেন এই অস্ট্রেলিয়ান।
গতকাল পুনেতে গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের আলাপেও উঠে এলো ম্যাক্সওয়েল প্রসঙ্গ। এমন ইনিংস বাংলাদেশের পক্ষেও সম্ভব, এই অণুপ্রেরণাই খেলোয়াড়দের দিতে চান সাবেক এই অধিনায়ক। সেই সঙ্গে ম্যাক্সওয়েলের প্রশংসা করতেও পিছপা হননি সুজন।
বিজ্ঞাপন
অজি তারকার ইনিংস নিয়ে সুজন বলেন, ‘এটা অবিশ্বাস্য ইনিংস। এটা শুধু বাংলাদেশের ক্রিকেটারদের না সারা বিশ্বের অনুপ্রেরণা পাওয়ার কথা। কত বছরে একবার এমন হবে সেটা আল্লাহ জানে। দুইশ হয়ত অনেকেই মারবে কিন্তু এই কন্ডিশন থেকে, এই ক্রাইসিস থেকে, নিজের ইনজুরি নিয়ে। আমি যদি ভুল না করি দলের যখন ১০৫ রান লাগে তার মাঝে ওই ১০১ করল। দুইশ রানের মাঝে কামিন্সের ১২ রান। কিন্তু কামিন্সের ইনিংসটাকেও ছোট করে দেখা যাবে না। সে যেভাবে তাকে গাইড করেছে সেটা দারুণ।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটেও এমন ইনিংস চান সাবেক এই তারকা। জানালেন করণীয় নিয়েও, ‘ক্রিকেটে যে সব কিছু সম্ভব সেটা ম্যাক্সওয়েল বুঝিয়ে দিয়েছে। আমার মনে হয় সেই মোটিভেশন নিয়েই ছেলেদেরকে আবার আগামীতে শুরু করা উচিত যে ম্যাক্সওয়েল ক্যান, আমরাও করতে পারি। শুধু দরকার সঠিক ট্রেনিং, সঠিক ফিটনেস এগুলো গুরুত্বপূর্ণ। স্ট্রেন্থ যে কত গুরুত্বপূর্ণ সেটা কালকের ম্যাচে বোঝা গেছে। কোন ফুটওয়ার্ক ছাড়া এত বড় বড় ছয় মারা।
বাংলাদেশের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ভিন্ন অন্য কোন ফল ভাবতে চাইবেনা বাংলাদেশ। সুজনের বিশ্বাস শেষ ম্যাচটায় নিজেদের সেরাটাই উজার করে দিবে টাইগার ক্রিকেটাররা, ‘আমরা আমাদের সেরা ক্রিকেটটা এখনও খেলতে পারিনি। শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতেছি কিন্তু আমার মনে হয় সেরাটা এখনও বাকি। হয়তবা হারতে পারি, হারা, জেতার কথা বলছি না একবারও। আমি মুখিয়ে আছি আমাদের সেরা খেলাটা দেখার জন্য। আমি আশা করি শেষ ম্যাচটায় আমরা সেরা খেলা খেলব।’
তবে ম্যাচের ফলাফলের চেয়ে নিজেদের দিকেই বেশি ফোকাসড তিনি, ‘হারা, জেতা কোন ব্যাপার না। কারণ আপনি হারতেই পারেন ওদের যে ফর্ম, ওরা কালকে যে ম্যাচ জিতল। এটা আপনাকে মানতেই হবে। একটা ম্যাচ জেতায় আমাদেরও ড্রেসিং রুমের পরিবেশটা পরিবর্তন হয়েছে। বিশ্বাস করি যারা খেলবে তারা তাদের সেরাটা দেবে।’
এসএইচ/জেএ