আজ শ্রীলঙ্কা বিরুদ্ধে মাঠে নামছে নিউজিল্যান্ড। এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে পাকিস্তান। এমনিতেই বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেঙ্গালুরুতে। ম্যাচ যদি ভেস্তে যায় এবং অন্য দিকে আফগানিস্তান যদি শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারে, সে ক্ষেত্রে ইডেনে ইংল্যান্ড ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়াবে পাকিস্তানের কাছে।

মঙ্গলবার গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংস যেমন পাক শিবিরের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে, ঠিক ততটাই উদ্বেগ বাড়িয়েছে বেন স্টোকসের সেঞ্চুরি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৮৪ বলে ১০৮ রান করেন তিনি। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেলে ইংল্যান্ডকে আট নম্বরের মধ্যে থাকতেই হবে। বুধবারের ম্যাচের পরে সাত নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে শেষ চেষ্টা কি করবেন না স্টোকসরা? 

সব হিসাবনিকাশ সামনে রেখে বুধবার ইডেনে অভিনব এক অনুশীলনের দেখা গেল পাকিস্তান টিমকে। অফস্টাম্পের ওপরে একটি পানির বোতল রাখেন  বোলিং কোচ মর্নি মর্কেল। সেই বোতল লক্ষ্য করে বল করার নির্দেশ দেন তিনি পেসারদের। ঠিক অফস্টাম্পের মাথায় যেন শেষ হয় তাদের ডেলিভারি। সেই লাইনে ক্রমাগত বল করে গেলে শট খেলার জায়গা পাবেন না বিপক্ষ ব্যাটসম্যানেরা। আর ইংল্যান্ডের সকলেই শট খেলার জায়গা খোঁজেন। বিপক্ষের রানের গতি কমিয়ে তাদের কোণঠাসা করে দেওয়ার অনুশীলনই করছিলেন পাকিস্তানের বোলাররা।

পাকিস্তান দলের অন্যতম লেগস্পিনার উসামা মির বলেন, দলের পরিবেশ খুব ভালো। সকলে ফুরফুরে মেজাজে রয়েছে। আমরা এখন ভালো জায়গাতেই আছি। ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। 

শনিবারের ম্যাচে থাকতে পারে আরও একটি চমক। রোলিং স্টোনস ব্যান্ডের কিংবদন্তি রকস্টার মিক জ্যাগার ইডেনে আসতে পারেন পাক-ইংল্যান্ড ম্যাচ দেখতে।

এনএফ