মাঠে নামার আগে তাইজুলের ইঙ্গিতপূর্ণ পোস্ট
বিশ্বকাপের হতাশা ঝেড়ে ফেলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছে বাংলাদেশ দল। এই সিরিজকে টাইগাররা টানা ব্যর্থতার কবল থেকে বেরোনোর লক্ষ্য বানাতে চায়। তাদের সামনে নতুন মিশন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। যার অংশ কিউইদের বিপক্ষে আসন্ন এই সিরিজ, টেস্ট দিয়ে মাঠে ফিরছেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। এর আগে তিনি ইঙ্গিতপূর্ণ একটি বার্তা দিয়েছেন।
আগামীকাল (বুধবার) প্রথম টেস্টের ভেন্যু সিলেটের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। তার আগে আজ (মঙ্গলবার) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন তাইজুল। সেখানে তিনি লিখেছেন, ‘তাইজুল স্বার্থে নয় ভালবাসায় বিশ্বাসী।’
বিজ্ঞাপন
তাইজুল স্বার্থে নয় ভালবাসাই বিশ্বাসী।
Posted by Taijul Islam on Tuesday, November 21, 2023
এমন পোস্ট দিয়ে তাইজুল আসলে কী বোঝাতে চাইলেন সেটা বলা মুশকিল! তবে সেটি তার বিশ্বকাপ দলে জায়গা না পাওয়াকে কেন্দ্র করে কি না সেটিও কেবল তিনিই বলতে পারেন। প্রসঙ্গত, সবশেষ বিশ্বকাপ দলে জায়গা পাননি এই স্পিনার। তার জায়গায় স্পিনার হিসেবে খেলেছিলেন নাসুম আহমেদ। তাইজুলের বদলি এই স্পিনার অবশ্য টুর্নামেন্টে মোটে ৩ উইকেট শিকার করেছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আগামী ২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। পরবর্তী টেস্ট হবে ঢাকার মিরপুর হোম অব ক্রিকেটে। যেখানে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে নেতৃত্বভার পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট সিরিজ শেষে টাইগাররা নিউজিল্যান্ডে উড়াল দেবে ওয়ানডে সিরিজ খেলতে।
এসএইচ/এএইচএস