অচেনা ব্যক্তির জীবন বাঁচিয়ে হৃদয় জিতলেন মোহাম্মদ শামি
ক্রিকেট মাঠে একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্সে মন জেতেন মোহাম্মদ শামি। এ বারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি। শুরুর দিকে তাকে খেলানোই হচ্ছিল না। হার্দিক পান্ডিয়ার চোটে একাদশে ফেরেন। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স। ফাইনালেও অল্প রানের পুঁজি নিয়ে আশা জাগিয়েছিলেন শামি। যদিও বিশ্বকাপ জেতা হয়নি। তবে বিশ্বকাপের চেয়েও যেন বড় জয়, সবার হৃদয় জেতা। সেটা বারবার জিতে চলেছেন ভারতীয় দলের তারকা পেসার। ক্রিকেট প্রেমীরা বলছেন, একটাই তো হৃদয়, কতবার জিতবেন?
গত বছর ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। প্রত্যক্ষদর্শীদের মধ্যে থেকে অনেকেই ব্যস্ত ছিলেন ঋষভের দামি জিনিসপত্র চুরি করতে। সবাই সমান হন না। মানবতা বেঁচে রয়েছে বলেই পৃথিবী এখনও সুন্দর। তাদের মধ্যে থেকেই দু-জন দ্রুত ঋষভকে হাসপাতালে নিয়ে যায়। তারা চিনতেনও না ঋষভকে। অচেনা মানুষের বিপদ দেখে ঝাঁপিয়ে পড়েছিলেন। জয় হয়েছিল মানবতার। ঋষভ এখন মাঠেও ফিরতে প্রস্তুত।
বিজ্ঞাপন
মোহাম্মদ শামির চোখের সামনে এমনই একটা দুর্ঘটনা। বিশ্বকাপ শেষে বিশ্রামে রয়েছেন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। ছুটি উপভোগ করছেন। পাহাড়ে বেড়াতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করেছেন শামি। সেখানেই জানিয়েছেন- এই ব্যক্তি ভাগ্যবান। দ্বিতীয় জীবন পেল। নৈনিতালের কাছে হিল রোড থেকে ওর গাড়ি নিচে পড়ে গিয়েছিল। আমার গাড়ির সামনেই এই ঘটনা। আমরা ওকে দ্রুত গাড়ি থেকে সুরক্ষিতভাবে বের করতে পেরেছি।
ভিডিওতে দেখা যায়, সেই ব্যক্তির প্রাথমিক চিকিৎসাও করছেন শামি। তার এই ভিডিয়ো পোস্টে একের পর কমেন্ট। প্রত্যেকেই মানবতার জন্য বাহবা দিচ্ছেন শামিকে। শুধু নিজের ক্ষেত্রে নয়, এ ভাবেই সবাই পরস্পরের পাশে দাঁড়াক, সেই বার্তাও দিয়েছেন শামি।
বিজ্ঞাপন
এসএম