চলছে আইপিএলের দলবদলের শেষ দিন। কোন দল কাদের ধরে রাখবে আর ঠিক কাদের বাদ দেওয়া হবে সেই তালিকা চূড়ান্ত করার সময় ছিল আজ রোববার। এছাড়া দুই দলের মধ্যে পারস্পরিক খেলোয়াড় কেনাবেচার শেষ দিনও ছিল আজ। শেষদিনে সবচেয়ে বড় নাটক হয়েছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। মুম্বাইয়ে তার ফেরা হবে কি হবে না তা নিয়ে নাটক এখনো শেষ হয়নি। 

তবে এরমাঝেই সবচেয়ে বড় চমক উপহার দিয়ে ফেলেছে আইপিএলের আরেক শক্তিশালী দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দলটি ছেড়ে দেওয়া খেলোয়াড়ের তালিকা যে কাউকে অবাক করবে। বিশ্বকাপজয়ী খেলোয়াড় থেকে শুরু করে টি-টোয়েন্টির স্বীকৃত অনেক খেলোয়াড়কেই ছেড়ে দিয়েছে ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজটি। যে তালিকায় আছে জশ হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেলের মত বড় সব নাম। 

আইপিএল ট্রেডিংয়ের শেষ দিনে বিরাট কোহলির দল থেকে বাদ পড়েছেন মোট ১১ জন খেলোয়াড়। তাদের মধ্যে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, ফিন অ্যালেন, জশ হ্যাজেলউড, মিচেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েইন পার্নেলদের মত অভিজ্ঞ এবং নামী খেলোয়াড়রা। এছাড়া আছেন সোনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কৌল এবং কেদার যাদব। 

তবে এমন খেলোয়াড়দের ছেড়ে দিলেও বেশ শক্তিশালী এক দল প্রস্তুত আছে ব্যাঙ্গালোরের জন্য। ফাফ ডু প্লেসির অধিনায়কত্বে থাকা এই দলে আছে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, উইল জ্যাকস, দীনেশ কার্তিক, মোহাম্মদ সিরাজ, রিস টপলির মত তারকারা। 

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএলের নিলাম। সেই সময়েও দলে নতুন মুখ অন্তর্ভুক্ত করার সুযোগ পাবে কখনো আইপিএলের শিরোপা না পাওয়া দলটি। শেষ পর্যন্ত ফাফ-বিরাটদের দলের অবস্থা কেমন হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: 

ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, রজত পতিদার, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, উইল জ্যাকস, মহিপাল লমরর, করণ শর্মা, মনোজ ভান্ডকে, মায়াঙ্ক ভাগড়, বিজয় কুমার, মোহাম্মদ সিরাজ, রিস টপলি, হিমাংশু শর্মা, রজন কুমার। 

জেএ