গায়কোয়াড়ের সেঞ্চুরিতে ভারতের রান-পাহাড়
সিরিজের প্রথম দুই ম্যাচ জেতায় আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে ভারতের। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই অজিদের। দুই দলের জন্য তাই আজ লক্ষ্য এক হলেও সমীকরণ ভিন্ন। প্রথমে ব্যাটিং করে রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহ করেছে ভারত। তাই প্রথম ইনিংস শেষে স্বাগতিকরাই এগিয়ে।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে ভারত। যেখানে ৫৭ বলে অপরাজিত ১২৩ রান করেছেন গায়কোয়াড়। একটি করে উইকেট পেয়েছেন বেহানড্রফ, হার্ডি ও রিচার্ডসন।
বিজ্ঞাপন
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। ৬ রান করে সাজঘরে ফেরেন ইয়াশভি জয়সাওয়াল। তিনে নেমে পুরোপুরি ব্যর্থ ঈশান কিষাণ। এই উইকেটকিপার ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। তিনি ডাক খেয়ে ফিরলে ২৪ রান তুলতেই ২ উইকেট হারায় ভারত।
সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে সেখান থেকে দলকে টেনে তোলেন গায়কোয়াড়। ভারত অধিনায়ক ২৯ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরলেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন গায়কোয়াড়। এই ওপেনার ৫২ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ১২৩ রান করে।
বিজ্ঞাপন
শেষদিকে গায়কোয়াড়কে যোগ্য সঙ্গ দিয়েছেন তিলক ভার্মা। এই তরুণ ব্যাটার অপরাজিত ছিলেন ২৪ বলে ৩১ রান করে।
এইচজেএস