‘কোনো কোচই শামির মতো আর্টিস্ট বানাতে পারবেন না’
এবারের ওয়ানডে বিশ্বকাপ ট্রফিটা ভারতে রাখতে পারলে পূর্ণতা পেতেন মোহাম্মদ শামি। বিশ্বকাপে বদলি হিসেবে একাদশে ঢোকার পর থেকে বাকি গল্পটা তার পক্ষেই কথা বলে। মাত্র ৭ ম্যাচেই তিনি ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ শিকারি বোলার হয়েছিলেন। যার জন্য তার দীর্ঘ পরিশ্রম ও অনুশীলনের কথাই ওঠে আসছে বিভিন্ন আলোচনায়। এবার ভারতীয় বোলিং কোচ পরশ মামব্রেও শামির প্রশংসায় পঞ্চমুখ। এই কোচের মতে— কোনো কোচই শামির মতো আর্টিস্ট বানাতে পারবেন না।
সাম্প্রতিক সময়ে অনেক পরিশ্রমের মাধ্যমে শামি নিজের দারুণ বোলিং যোগ্যতা অর্জন করেছেন বলে মনে করেন মামব্রে। তিনি মনে করেন, ৩৩ বছর বয়সী এই পেসার ব্যাটসম্যানদের জন্য মোকাবিলা করা কষ্টসাধ্য এমন বল ল্যান্ডিংয়ের দুর্লভ যোগ্যতা আয়ত্ত করেছেন। আর সে কারণে শামির বোলিং থেকে কোনো ক্রেডিট নিতে চান না ভারতীয় এই কোচ।
বিজ্ঞাপন
ভারত কি শামির মতো আর কোনো বোলার পাবে— এমন প্রশ্নে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বোলারদের গুরু মামব্রে বলেন, ‘আমি যদি বলি কোচরা শামির মতো আরেকজন বোলার তৈরি করতে পারবেন, সেটি মিথ্যা বলা হবে। একজন বোলার যদি সব সময় ওপর থেকে খাড়াভাবে সিম বল ফেলতে পারে, তাহলে বিশ্বের যেকোনো বোলারই শামির মতো হতে পারে।’
শামির বোলিংয়ের যে দক্ষতা সেটি তার কঠোর পরিশ্রম ও দীর্ঘ সাধনার ফল বলে মনে করেন মামব্রে, ‘টানা বল করে যাওয়ার মাঝেও হাতের পজিশন যদি একই অ্যাঙ্গেলে রাখা যায় এবং পছন্দমতো বলে বাঁক খাওয়ানো হয়— সেটি দুর্লভ প্রতিভা। এমনটা করতে অবশ্য সব বোলারই চেষ্টা করে, তবে বল পিচে পড়ার পর সেগুলো একই থাকে না। তার বেশিরভাগই সোজা ব্যাটে চলে যায়।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
একইভাবে ভারতীয় এই সাবেক পেসার জাসপ্রিত বুমরাহ’র অসাধারণ দক্ষতা নিয়েও কথা বলেন, ‘এমনকি বুমরাহও তার ব্যতিক্রমী বোলিং অ্যাকশন একই রেখে যেদিকে ইচ্ছা বল সুইং করাতে পারে। এটিও তার অনেক চেষ্টার ফল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সে এই কৌশল আয়ত্ত করেছে।’
— CricketNDTV (@CricketNDTV) December 8, 2023
প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর শামি-বুমরাহ’র এই দাপুটে পারফরম্যান্সে কখনও মামব্রে নিজেও হতবাক হয়ে যান। অনেকেই তাদের এই সাফল্যে ঈর্ষান্বিত বলে দাবি এই কোচের, ‘আমার মনে টেস্টে আমাদের আছে বুমরাহ-শামি ও ইশান্তের (শর্মা) মতো বোলার, যারা এরকম যাদু দেখাতে পারে। যদি আমাকে বলা হয় এ ধরনের দাপট আশা করি কি না, তাহলে আমি বলব এরকম পারফরম্যান্স আমার কাছে স্বপ্নের মতো। আমি বলতে চাচ্ছি শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করার মতো যদি দক্ষিণ আফ্রিকাকেও ৮০ রানে শেষ করে দেওয়ার কথা বলা হয় সেটি হবে অবাস্তব চিন্তা। এটা ঠিক যে আমাদের যে বোলিং লাইনআপ আছে, তাদের থেকে আমরা ভালো কিছু আশা করি; দীর্ঘ সময় এমন দাপট দেখাতে পারা আসলেই প্রশংসাযোগ্য।’
ডিসেম্বরে প্রোটিয়াদের সঙ্গে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। তাছাড়া ২ ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলবে দুই দল। আগামী ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে পূর্ণাঙ্গ এই সিরিজ শুরু হবে।
এএইচএস