অজুহাত নয়, চ্যালেঞ্জ নিতে চান নাঈম
প্রথম দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। খানিকটা ভেজা উইকেটেও শুরু থেকেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। তবে খুব বেশি সুবিধা করতে পারেননি তাইজুল-মিরাজরা। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন মিচেল-ফিলিপস।
এই দুইজনের দারুণ ব্যাটিং শঙ্কায় ফেলেছিল বাংলাদেশকে। তবে ইনিংসের ২২তম ওভারে মিচেলকে ফিরিয়ে ৪৯ রানের ষষ্ঠ উইকেট জুটি ভাঙেন নাঈম হাসান। যেখানে দারুণ এক ক্যাচে অবদান রাখেন মিরাজও। তবে এই জুটি ভেঙেই আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
বিজ্ঞাপন
এমন গুরুত্বপূর্ণ সময়ে দলকে উইকেট তুলে দিতে পেরে উচ্ছ্বসিত নাঈম। তিনি বলছিলেন, 'ম্যাচের পরিস্থিতি অনুযায়ী প্রত্যেক বোলারেরই কোনো না কোনো দায়িত্ব থাকে। কখনও রান আটকে রাখতে হয়, কখনও উইকেটের জন্য বল করতে হয়। বোলার যখন বল করতে আসবে সে তার দায়িত্ব জানবে। ওরা অনেক সুন্দর ব্যাটিং করছিল, মিরাজ ভাইয়ের ক্যাচটা অনেক ভালো হয়েছে। ঐ ক্যাচ গেম বদলে দিয়েছে। পরের ওভারে স্যান্টনারও আউট হয়ে গেল। ক্যাচটা গেমের ভালো চেঞ্জিং মোমেন্ট।'
'এখন পর্যন্ত দেখছি উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। উইকেট যেমনই হোক খেলতে হবে। অজুহাত দেওয়া যাবে না। এখন ফ্ল্যাট উইকেট দিলে কি বলব আমি বোলিং করব না? ওটা তো বলতে পারব না। এই উইকেটে ব্যাটাররা ব্যাট করছে, রান করছে। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। উইকেট যেমনই হোক ভালো টোটাল করতে হবে আর বোলিংয়ে ভালো করতে হবে।'-আরো যোগ করেন নাঈম।
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস