সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। ইতিহাস গড়ে তারা প্রোটিয়াদের মাটিতে প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় এখনও নিগার সুলতানা জ্যোতির দল ১-০ ব্যবধানে এগিয়ে আছে। প্রথমবারের মতো স্বাগতিক দলটিকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর লক্ষ্যে আজ (শুক্রবার) আগে ব্যাট করবে বাংলাদেশ।
এদিন কিম্বারলিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্ট। সিরিজ বাঁচানোর জন্য তাদের সামনেও আজ জয়ের বিকল্প নেই। তবে সিরিজ হারের ভয় নেই জ্যোতিদের, কিন্তু এই ম্যাচ জিতে তাদের সামনে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১০টায়।
বিজ্ঞাপন
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুনের অপরাজিত ৬২ এবং অধিনায়ক জ্যোতির ঝোড়ো ৩৪ রানে তারা এমন লড়াকু পুঁজি পায়। জবাবে খেলতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ফলে ১৩ রানের জয় পায় জ্যোতির দল। স্বাগতিকদের মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয় ছিল এটি। এরপর দ্বিতীয় ম্যাচটি শুরু হলেও বৃষ্টির জন্য ফলাফল আসেনি।
বাংলাদেশের একাদশ : শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার, সুবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, লতা মন্ডল, মারুফা আক্তার ও শরীফা খাতুন।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার একাদশ : তাজমিন ব্রিটস, লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানিকে বখ, সুনে লুস, লারা গুডাল, ডেলমি টাকার, এলিজ-ম্যারি মার্ক্স, সিনালো জাফটা (উইকেটরক্ষক), মাসাবাতা ক্লাস, আয়ান্দা হ্লুবি ও নঙ্কুলুলেকো ম্লাবা।
এএইচএস