জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে ৬১ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ।

শনিবার (৯ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৮ রান তুলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৪ বলে ১৬৭ রানে থেকেছে আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল আরব আমিরাত। ২২ রান করা আরিয়ান শর্মাকে সাজঘরে ফিরিয়ে ২৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। আরেক ওপেনার আকশাত রায়ের ব্যাট থেকে এসেছে ১৬ রান।

দুই ওপেনার ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। একই পথে হেটেছেন চারে নামা তানিস সুরি। এই মিডল অর্ডার ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেটে বোলারদের ওপর দাপট দেখান। তবে ২৭ রানের বেশি করতে পারেননি। তাকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি।

এরপর মারুফ মারচান ও হার্দিক পাইরা চেষ্টা করেছেন। তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৩০ রান এসেছে ৯ নম্বরে ব্যাটিং করতে নামা হার্দিকের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ১৬৭ রানে থেমেছে তারা। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন রাব্বি ও জীবন।

এর আগে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। ৪২ রান করে জিসান ফিরলে ভাঙে ৭৪ রানে উদ্বোধনী জুটি। জিসান হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেও এই মাইলফলক ছুঁয়েছেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি। তার ব্যাট থেকে এসেছে ৭১ রান।

তবে দুই ওপেনার ফেরার পর আর কেউই দাঁড়াতে পারেননি। আরিফুল ইসলাম উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ফলে বাংলাদেশের লক্ষ্যটাও খুব বেশি বাড়েনি। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে জয়ের জন্য সেটাই যথেষ্ট ছিল।

এইচজেএস