সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন রোহিত শর্মা। এই অভিজ্ঞ ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়েই বেশিরভাগ ম্যাচে উড়ন্ত শুরু পেয়েছে ভারত। তার স্ট্রাইকরেটও ছিল চোখে পড়ার মতো। যা টি-টোয়েন্টিতে আরো বেশি গুরুত্বপূর্ণ। তবে ভারতীয় গণমাধ্যমের গুঞ্জন জাতীয় দলের জার্সিতে আর টি-টোয়েন্টি খেলবেন না তিনি। 

লম্বা সময় ধরেই টি-টোয়েন্টি খেলছেন না রোহিত। মূলত ২০২৩ বিশ্বকাপের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই পরিকল্পনায় বেশ সফলও হয়েছেন এই ওপেনার। বিশ্বকাপে ১১ ম্যাচে ৫৯৭ রান করে সেরা রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে ছিলেন তিনি। এমন ইনফর্ম ব্যাটারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও চান গৌতম গম্ভীর। এমনকি অধিনায়ক হিসেবেই রোহিতকে চান ভারতের সাবেক এই ক্রিকেটার।

গম্ভীর বলেন, ‘রোহিত যদি ভালো ছন্দে থাকে, ওরই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া উচিত। রোহিত যদি ছন্দে না থাকে, যে ক্রিকেটারই ফর্মে থাকবে না, বিশ্বকাপ দলে তাকে নেওয়া উচিত নয়। অধিনায়কত্ব একটা দায়িত্ব। প্রথমে একজন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হতে হবে এরপর আপনাকে অধিনায়ক বানানো হবে। অধিনায়কের অবশ্যই ফর্মের বিচারে সেরা একাদশে জায়গা নিশ্চিত থাকতে হবে।’

‘দল থেকে বাদ দেওয়া ও দলে নেওয়ার জন্য বয়স কোনো মানদণ্ড হতে পারে না। ফর্ম শুধু মানদণ্ড হওয়া উচিত। অবসর নেওয়ার সিদ্ধান্তও ব্যক্তিগত, কেউ কাউকে বাধ্য করতে পারে না। নির্বাচকদের অধিকার আছে তাকে না নেওয়ার, কিন্তু কেউ কারও কাছ থেকে ব্যাট-বল কেড়ে নিতে পারে না। ফর্মকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’- যোগ করেন গম্ভীর।

রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। নেতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে এখনো সেভাবে ছাপ ফেলতে পারেননি তিনি। তবে আইপিএলে শিরোপা জিতে ইতোমধ্যেই প্রমাণ করেছেন

হার্দিকের নেতৃত্ব নিয়ে গম্ভীর বলেন, 'হ্যাঁ, হার্দিক টি-টোয়েন্টিতে দারুণ অধিনায়কত্ব করেছে। কিন্তু আমি এখনও বিশ্বকাপে রোহিতকে অধিনায়ক হিসেবে দেখতে চাই। রোহিতকে শুধু ব্যাটার হিসেবে নিও না। রোহিত দুর্দান্ত একজন অধিনায়ক এবং ওয়ানডে বিশ্বকাপে সে তার ব্যাটিং দিয়ে দেখিয়েছে।’

এইচজেএস